শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী, ২০২০, ০১:০১:৩৭

দিল্লিতে মুঘল শাসন ফিরতে আর বেশি দেরি নেই : তেজস্বী সুরিয়া

দিল্লিতে মুঘল শাসন ফিরতে আর বেশি দেরি নেই : তেজস্বী সুরিয়া

আন্তর্জাতিক ডেস্ক : দিল্লি বিধানসভা নির্বাচনে যে শাহিনবাগ বিজেপির কাছে একটি বড় ফ্যাক্টর হয়ে উঠছে, তা শিবিরের বিভিন্ন নেতার বক্তব্যে আরও স্পষ্ট। এরই মধ্যে দিল্লি প্রশাসন ও ইডি সূত্রের খবর যে শাহিনবাগের ঘটনার নেপথ্যে একযোগে রয়েছে কংগ্রেস, পিএফআই ও আপ। 

এদিকে, উত্তর ভারতের গোবলয়ের নেতারা ছাড়াও এবার দক্ষিণ ভারতের বিজেপি নেতারও কটা'ক্ষের নিশা'নায় রয়েছে শাহিনবাগ। বেঙ্গালুরুর যুব বিজেপি সাংসদ তথা দক্ষিণ ভারতের দাপুটে নেতা তেজস্বী সুরিয়া জানিয়েছেন, 'আজ যা হচ্ছে দিল্লির শাহিনবাগে তাতে স্পষ্ট যে দেশের বহু মানুষই সজাগ নন। দেশাত্মক ভারতীয়রা এমন ঘটনার সঙ্গে নেই। মুঘল শাসন আবার দিল্লিতে ফিরতে আর দেরি নেই।'

সিএএ প্রসঙ্গে বলতে গিয়ে তেজস্বী সুরিয়া বলেন, ''নতুন ভারত তৈরি করা যাবে না পূর্বের ক্ষ'তকে না সারিয়ে।'' সিএএ-র দ্বারা পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান থেকে আসা শরণা'র্থীদের আশ্রয় প্রসঙ্গে এমন বার্তা দিয়েছেন তেজস্বী সুরিয়া। মোদী সরকারের ভূয়সী প্রশংসা করে সুরিয়া বলেন, 'মোদীজির নেতৃত্বে পূর্বের বহু ইস্যুকে সমাধান করা গিয়েছে।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে