শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী, ২০২০, ০২:২৬:১০

৪ ফিলিস্তিনিকে গু'লি করে মা'রলো ইসরায়েল

 ৪ ফিলিস্তিনিকে গু'লি করে মা'রলো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের বাহিনী ২৪ ঘণ্টায় চার ফিলিস্তিনিকে গু'লি করে মে'রেছে। নিহ'তদের মধ্যে একজন কিশোর ও এক পুলিশ সদস্যও রয়েছেন। আহ'ত হয়েছেন আরও কয়েক ডজন ফিলিস্তিনি।

গত বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত থেকে বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) রাত পর্যন্ত এ হ'ত্যাকা'ণ্ড ঘটে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ খবর জানা যায়।

সংবাদমাধ্যম জানায়, বৃহস্পতিবার ফিলিস্তিনের পশ্চিম তীরে সেখানকার এক বাসিন্দার বাড়ি গুঁ'ড়িয়ে দেয় ইসরায়েলি বাহিনী। এর প্রতিবাদে বি'ক্ষো'ভ শুরু হলে আ'ন্দোলনকারীদের ওপর গু'লি চালায় ইসরায়েলি সেনারা। এতে দু’জন নি'হ'ত হন। নিহ'তদের মধ্যে একজন ১৯ বছর বয়সী শিক্ষার্থী ইয়াজান আবু তাবেক, অপরজন ফিলিস্তিনের পুলিশ সদস্য তারেক বাদোয়ান।

ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, ফিলিস্তিনের সশ'স্ত্র' সংগঠন হামাসের সঙ্গে সম্পৃক্ততার দায়ে আহমাদ ক্বানবা নামে এক ব্যক্তির ওই বাড়ি গুঁ'ড়িয়ে দেয়া হয়েছে। তখন নিরাপত্তা বাহিনী আ'ক্রা'ন্ত হলে গু'লি চালানো হয়।

তবে জেনিন শহরের গভর্নর আকরাম রাজৌব বলেছেন, ইসরায়েলি বাহিনী বি'ক্ষো'ভস্থলের পাশে দাঁড়ানো পুলিশ সদস্যকেও গু'লি করে মে'রেছে। সংবাদমাধ্যমের ভি'ডিও ফুটেজে স্পষ্ট দেখা যায়, তিনি কোনো স'হিং'সতায় অংশ নেননি, অথচ তাকেও গু'লি করে মা'রা হলো।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে