আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীর সংহতি দিবস উপলক্ষে গতকাল আজাদ কাশ্মীরের মিরপুর শহরে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এত দেয়া বক্তৃতায় ইমরান খান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি বক্তব্য তুলে ধরে সে সম্পর্কে মোদিকে সতর্ক করেন।
নরেন্দ্র মোদি সম্প্রতি বলেছেন, ‘পাকিস্তানকে ধুলায় মিশিয়ে দিতে ভারতের সামরিক বাহিনীর ১০ দিনের বেশি সময় লাগবে না।’
মোদির এ বক্তব্যের জবাবে ইমরান খান বলেন, ‘আপনারা শুধু এটুকু মনে রাখুন যে, ২০ কোটি পাকিস্তানি নাগরিকের শেষ শিশুটি তার শেষ নিঃশ্বাস পর্যন্ত ল'ড়াই করবে। কীভাবে যু’দ্ধ করতে হয় আমরা তা আপনাদেরকে দেখাবো।
আমাদের সামরিক বা’হিনী সুসংগঠিত ও যু’দ্ধ-অভিজ্ঞ। আমাদের জনগণ আল্লাহকে ভ'য় করে, মৃ’ত্যুকে নয়। যদি আপনারা ভুল ধারণা করে থাকেন যে, হিন্দুত্ববাদী ভোটারদের ওপর ভরসা করে পাকিস্তানের বি’রুদ্ধে যা খুশি তাই করবেন তাহলে সেটি হবে আপনাদের শেষ ভুল।’
এর আগে গত মাসে ভারতের সামরিক বা’হিনীর প্রধান বলেছিলেন, যদি ভারতের সংসদ নির্দেশ দেয় তাহলে তার সে’নারা আজাদ কাশ্মীর দ'খল করতে যাবে। ভারতীয় সামরিক বা’হিনীর প্রধানের এ বক্তব্যকে পাকিস্তানের সামরিক বা’হিনী নিতান্তই বা'গাড়'ম্বর বলে উড়িয়ে দিয়েছিল-পার্সটুডে