শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী, ২০২০, ০৩:০৪:৫১

পাওনাদারকে ছেলেধ'রা গু'জব ছড়িয়ে পি'টিয়ে হ'ত্যা!

পাওনাদারকে ছেলেধ'রা গু'জব ছড়িয়ে পি'টিয়ে হ'ত্যা!

আন্তর্জাতিক: পাওনা টাকা আনতে গিয়ে গ'ণপি'টুনিতে প্রা'ণ হা'রিয়েছেন এক কৃষক। আহ'ত হয়েছেন সঙ্গে থাকা আরও পাঁচজন। তাদের সবাইকে ছেলেধ'রা গু'জব ছড়িয়ে ব্যাপক মা'রধ'র করা হয়। গত বুধবার ভারতের মধ্য প্রদেশের ধর জেলায় এই নি'র্ম'ম ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, গ'ণপি'টুনিতে নিহ'ত ব্যক্তির নাম গনেশ খাছি। আহ'তদের মধ্যে দু’জনের অবস্থা আ'শ'ঙ্কা'জন'ক। এ ঘটনায় অন্তত ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে তিনজনের বি'রুদ্ধে হ'ত্যার অ'ভিযোগ আনা হয়েছে।

জানা যায়, কাজের আগাম মজুরি হিসেবে খিরকিয়া গ্রামের তিন শ্রমিক কন্ট্রাক্টরকে আড়াই লাখ রুপি দিয়েছিলেন গণেশ। কিন্তু তারা কথামতো শ্রমিক দিতে পারেনি ওই কন্ট্রাক্টররা। পরে তারা এক লাখ রুপি ফেরত দেন।

বুধবার বাকি টাকা আনতে গিয়েছিলেন গণেশ ও তার সঙ্গীরা। কিন্তু সেখানে পৌঁছালে টাকা না দিয়ে উ'ল্টো তাদের ওপর হা'মলা চা'লায় কিছু লোক। প্রা'ণ বাঁ'চাতে দ্রু'ত গাড়ি নিয়ে সরে পড়ার চেষ্টা করেন তারা। কিন্তু কপাল মন্দ! প্রায় ২০ কিলোমিটার আসার পর যানজটে পড়লে তাদের ধ'রে ফেলে হা'ম'লাকারীরা। তারা গণেশ ও তার সঙ্গীদের গাড়ি থেকে টে'নে-হিঁ'চড়ে বের করে মা'রধ'র করতে থাকে। এসময় হা'মলাকারীরা ছেলে'ধ'রা গু'জব ছড়িয়ে দিলে স্থানীয়রাও যোগ দেয় তাদের সঙ্গে।

লা'ঠিসো'টা দিয়ে নি'র্মম'ভাবে মা'রধ'র করা হয় ওই ছয়জনকে। এমনকি বিশাল পাথর খণ্ড' তুলেও মা'রতে দেখা গেছে একজনকে। এ ঘটনার ভি'ডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। একটি ভি'ডিওতে দেখা গেছে, এক পুলিশ সদস্য হা'মলা'কারীদের ঠে'কানোর চেষ্টা করছেন। তবে এত মানুষের সঙ্গে পেরে ওঠেননি তিনি।

পুলিশ কর্মকর্তা আদিত্য প্রতাপ সিং বলেন, খবর পেয়ে অন্য পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে যান এবং আহ'তদের মা'নোয়ার হাসপাতালে ভর্তি করেন। এর মধ্যে গু'রু'তর অবস্থার একজন ইন্দোর নেয়ার পথে মা'রা যান।'

এমন অমানবিক ঘটনায় ক্ষো'ভ ছড়িয়ে পড়েছে পুরো ভারতজুড়ে। মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী কমল নাথ বলেছেন, এ ঘটনা মানবিকতার জন্য ল'জ্জাজনক। এগুলো মেনে নেওয়া হবে না। ইতোমধ্যেই অপ'রাধীদের বি'রুদ্ধে ক'ড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। সূত্র: ডেইলি মেইল

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে