আন্তর্জাতিক ডেস্ক : পৃথিবীতে সবাই স্বচ্ছল পরিবারে জন্মায় না। জীবনকে সং'গ্রামের কাতারে ফেলে এগিয়ে যেতে হয়। তেমনি জাহিদ নামের এক ল'ড়াকু শিশুর সন্ধান পাওয়া গেছে। ওই শিশুর বাড়ি ভারতের বায়নায়। মায়ের তৈরি করা সমুচা বিক্রি করলেও লেখাপড়ায় কোনো অবহেলা করে না সে। এরইমধ্যে জাহিদের সমুচা বিক্রির একটি ভি'ডিও ফেসবুকে ভাই'রা'ল হয়েছে।
বুধবার আতিকা মির্জা নামের এক ফেসবুক ব্যবহারকারী ওই শিশুর সমুচা বিক্রির ভি'ডিওটি আ'পলোড করেন। শুক্রবার সকাল পর্যন্ত ওই ভি'ডিওটি ১৭ হাজার ফেসবুক ব্যবহারকারী দেখেছেন। এছাড়া এটিতে ২৪১ লাইক ও ৭৩ বার শেয়ার করা হয়েছে।
ওই ভি'ডিওতে দেখা যায়, এক তরুণী সমুচা বিক্রি করা শিশু জাহিদের সঙ্গে কথা বলে। তার সম্পর্কে জানতে চায়। এতে তার বাসস্থান ও স্কুলের নাম জানায়। এরপর মায়ের হাতে তৈরি করা সমুচা বিক্রির বিষয়টি জানায়। এতে তার লেখাপড়ায় কোনো সমস্যা হয় না বলে জানায় সে।
নেটিজেনরা মনে করছেন, নিজের ডিগ্রি বাড়াতে লেখাপড়া করা উচিত নয়। দায়িত্বজ্ঞান, উপযুক্ত নাগরিক ও বাবা-মা স্বপ্ন পূরণে লেখাপড়া অত্যন্ত জরুরি। শিশু জাহিদের ভি'ডিওটি একটি উত্তম দৃষ্টান্ত হতে পারে।– এই সময়