আন্তর্জাতিক ডেস্ক :এবার চীনে হাসপাতালগুলোতে রোগীদের স্থান সংকুলান না হওয়ায় একটি প্রদর্শনী কেন্দ্রকে অস্থায়ী হাসপাতাল বানানো হয়েছে। চীনে নভেল করোনাভাইরা'সের বিস্তার রোধে এই ভাইরা'সে আ'ক্রা'ন্ত হয়ে মা'রা যাওয়া ব্যক্তিদের দে'হ সমাধিস্থ না করে পু'ড়িয়ে ফেলা হচ্ছে।
জানা যায়, দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের (এনএইচসি) জারি করা আদেশের ভিত্তিতে করোনাভাইরা'সে মৃ’তদের দেহ স'ৎকারে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে হাজার হাজার লা'শ পু'ড়িয়ে ফেলা হচ্ছে।
এর আগে গত ১ ফেব্রুয়ারি এনএইচসির জারি করা আদেশে বলা হয়, করোনাভাইরা'সে আ'ক্রা'ন্ত হয়ে মা'রা যাওয়া ব্যক্তিদের জন্য বিদায় অনুষ্ঠান বা কোনো ধরনের শেষকৃ'ত্যের অনুষ্ঠানের আয়োজন করা যাবে না। মৃ’তদেহ সৎ'কার চলাকালে কেউ সেখানে থাকতে পারবে না। তবে মৃ’তদেহ পু'ড়িয়ে ফেলার পর দে'হাব'শেষ সংগ্রহ করতে পারবে স্বজনরা।
গত শনিবার এনএইচসি এই আদেশ জারির পর থেকে চীনের শ'বদা'হের চুল্লিগুলোতে কাজের চাপে কর্মীদের রীতিমতো না'ভিশ্বাস উঠেছে। প্রতিদিনই চু'ল্লিগুলোতে দা'হের জন্য আসা মৃ’তদেহের সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি সামাল দিতে কর্মীদের দিনে প্রায় ২৪ ঘণ্টাই কাজ করতে হচ্ছে।
এর আগে গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথমবারের মতো করোনাভাইরা'স শ'নাক্ত হওয়ার পর চীনসহ প্রায় ২৫টি দেশে ছ'ড়িয়ে পড়েছে প্রা'ণঘা'তী এই ভাইরা'স। এতে আ'ক্রা'ন্ত হয়ে এখন পর্যন্ত চীনের মূল ভূখণ্ডেই অন্তত ৬৩৬ জনের মৃ’ত্যু হয়েছে। চীনের বাইরে ফিলিইপাইনে ও হংকংয়ে মৃ’ত্যু হয়েছে দু’জনের। অবশ্য ফিলিপাইনে মা'রা যাওয়া ব্যক্তিও চীনেরই নাগরিক। এই ভাইরা'সে এখন পর্যন্ত আ'ক্রা'ন্ত মানুষের সংখ্যা ৩১ হাজার ছা'ড়িয়ে গেছে।