শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী, ২০২০, ০৯:১০:৩৯

বিমান বি'ধ্ব'স্ত, পাইলটসহ সবাই নিহ'ত

বিমান বি'ধ্ব'স্ত, পাইলটসহ সবাই নিহ'ত

আন্তর্জাতিক ডেস্ক : আজ মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কায় একটি ছোট বিমান বিধ্ব'স্ত হয়ে পাঁচ জন নিহ'ত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার এই দুর্ঘ'টনা ঘটে। আলাস্কার টুনটুটুলিয়াকের দক্ষিণ-পশ্চিমে এই দুর্ঘ'টনা ঘটে। আলাস্কা রাজ্য পুলিশ এই তথ্য জানিয়েছেন।

এ ব্যাপারে রাজ্য পুলিশ জানিয়েছে, যুতে কমিউটার সার্ভিসের একটি ছোট বিমান বেথেল থেকে কপনুকের দিকে যাচ্ছিল। বিমানটিতে একজন পাইলট ও চার জন যাত্রী ছিলেন। হঠাৎ করেই বিমানটি বিধ্ব'স্ত হয়ে যায়। এতে সবাই নিহ'ত হয়েছেন। তবে কোনো যাত্রীরই নাম পরিচয় জানা যায়নি।

এদিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তা অ্যালেন কেনিৎজার জানান, বিমানটির দু'র্ঘট'না বিষয়ে তদন্ত করা হবে। এছাড়া নিহ'তদের পরিবারদের দুর্ঘ'ট'নার খবর জানানোর চেষ্টা চলছে। সূত্র: সিএনএন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে