আন্তর্জাতিক ডেস্ক : চীনে করোনা ভাইরা'সের ম'হামা'রির মধ্যেই বিশ্বে নতুন এক ভাইরাস' হা'না দিয়েছে। কঙ্গো জ্ব'র নামের ওই ভাইরাসের সং'ক্রমণে এখনও পর্যন্ত মালিতেই সাতজন মা'রা গেছেন। এ রোগে আ'ক্রা'ন্ত হলে সাধারণত র'ক্তব'মি হয়। এ ভাই'রাস'টি সা'র্স জাতীয় ভাইরা'স করোনাভাইরা'স থেকেই আলাদা বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। খবর এএফপি’র।
মালির কেন্দ্রীয় মপতি এলাকার আঞ্চলিক সরকারের মুখপাত্র ইয়াকুবা মাইগা জানান, গত মাসের শেষের দিকে সামোয়া গ্রামে এক রাখাল ষাঁড়ের মাধ্যমে এই রোগে আ'ক্রা'ন্ত হলে তার চিকিৎসা করানো হয়। কিন্তু ১ ফেব্রুয়ারি এই রো'গে আবারও আ'ক্রা'ন্ত হন ১৪ জন। যাদের মধ্যে পাঁচজনের মৃ'ত্যু হয়।
তিনি আরও জানান, অপর দুই রোগীকে মালির মধ্যাঞ্চলীয় সিভেয়ার শহরে চিকিৎসার জন্য নেয়ার পথে মা'রা যান। মাইগা জানান, এটি সম্প্রতি ছড়িয়ে পড়া সার্স জাতীয় করোনাভাইরা'স থেকে আলাদা।
এ ঘটনা তদন্তের জন্য দেশটির সরকার এরইমধ্যে একটি কমিটি গঠন করলেও গেল বুধবার পর্যন্ত ওই কমিটি দৃশ্যমান কোনো কাজ করেনি বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি।