শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী, ২০২০, ১১:২৫:৫৩

পাকিস্তানে অভিযান চালালে সেটাই নরেন্দ্র মোদির শেষ ভুল হবে : ইমরান খানের হুঁ'শিয়ারি

পাকিস্তানে অভিযান চালালে সেটাই নরেন্দ্র মোদির শেষ ভুল হবে : ইমরান খানের হুঁ'শিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতকে নিশা'না করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বৃহস্পতিবার পাকিস্তান অধিকৃত কাশ্মীরের মীরপুরে এক ভাষণ দেওয়ার সময় তিনি ভারতকে হুঁ'শিয়ারির সুরে বলেন, 'ভারত যদি কোনও দুঃসাহসিক ঘটনা ঘটাতে চায় তবে যুদ্ধে অভিজ্ঞ পাকিস্তান সেনা তার কড়া জবাব দেবে।' 

'কাশ্মীর সংহতি দিবস' উপলক্ষে এক সভায় ভাষণ দেওয়ার সময় ভারতের উদ্দেশ্যে এরকম চরম হুঁ'শি'য়ারি ছুঁড়ে দিয়েছেন তিনি। ইমরান বলেন, 'নরেন্দ্র মোদি ও ভারতীয় সেনাপ্রধান, আপনার উভয়ের কাছেই আমার এই বার্তা: আপনি ইতিমধ্যে ৫ আগস্ট ভুল করেছেন। পাকিস্তানের ২০০ মিলিয়ন মানুষ এবং যু'দ্ধে অভিজ্ঞ সেনাবাহিনী ভারতকে একটি কঠিন শিক্ষা দেবে। আপনি যদি হিন্দু ভোটারদের মন জয় করতে পাকিস্তানের বি'রু'দ্ধে কোনও পদক্ষেপ নেন, তবে এটি আপনার শেষ ভুল হবে।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে