আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার সরকার বাহিনী ও তার জোটের হা'মলার মুখে ইদলিবের বিরো'ধপূর্ণ অঞ্চল ছেড়ে পালিয়ে যাচ্ছেন হাজার হাজার মানুষ। গত চার দিনে ৯০ হাজারের বেশি মানুষ উত্তর-পশ্চিম ইদলিব ছেড়ে পালিয়ে গেছে। এ খবর জানিয়েছে তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাক।
প্রতিবেদনে বলা হয়েছে, বাশার আল আসাদ বাহিনী, রাশিয়া ও ইরান সমর্থিত সন্ত্রা'সী গো'ষ্ঠীর হা'মলার মুখে আলেপ্পো ও ইদলিব থেকে হাজার হাজার মানুষ গৃহছাড়া হয়ে পড়েছে। সিরিয়ার একটি গোষ্ঠী জানায়, তুরস্ক ও রাশিয়ার মধ্যে যু'দ্ধবিরতি চু'ক্তি ল'ঙ্ঘ'ন করে হা'মলার কারণে বা'স্তুচ্যু'ত বেসামরিক মানুষ তুরস্কের সীমান্তবর্তী অঞ্চলে চলে গেছে।
এতে বলা হয়েছে, হা'মলার কারণে বাড়ি ছেড়ে আসা বেসামরিক মানুষজন হয় তুরস্কের সীমান্তবর্তী অঞ্চলে পা'লিয়ে আসছে অথবা তুরস্কের সন্ত্রা'সবিরো'ধী অ'ভিযানের মাধ্যমে সন্ত্রা'সীমুক্ত অঞ্চলগুলোতে আশ্রয় নিচ্ছে। ২০১৯ সালের জানুয়ারি থেকে সিরিয়ার ইদলিব ও আলেপ্পো থেকে প্রায় ১১ মানুষ গৃহহী'ন হয়েছে।
২০১৮ সালের সেপ্টেম্বরের তুরস্ক ও রাশিয়ার সঙ্গে ইদলিব নিয়ে চুক্তি হয়। সেখানকার অঞ্চলগুলো ক'ম ঝুঁ'কিপূর্ণ রাখতে হা'মলা নি'ষি'দ্ধ করা হয়েছিল। প্রতিনিয়িত যু'দ্ধবিরতি ল'ঙ্ঘ'ন করে বিরো'ধপূর্ণ অঞ্চলে হা'মলা চালিয়ে ১৩শ' বেসামরিক ব্যক্তিকে হ'ত্যা করেছে আসাদ সরকার ও রাশিয়ান বাহিনী বলে দাবি তুরস্কের।
তুরস্ক নতুন করে চলতি বছরের ১০ জানুয়ারি ঘোষণা দিয়েছিল যে, ১২ জানুয়ারি মধ্যরাত থেকে যু'দ্ধবিরতি শুরু হবে। যদিও সিরিয়ার বাহিনী ও ইরান সমর্থিত গো'ষ্ঠী তাদের হা'মলা চালিয়ে যাচ্ছে। এদিকে, ইদলিবে তুরস্কের সেনার ওপর কোনো হা'মলা হলে প্রতিশো'ধ নেয়ার ঘোষণা দিয়েছে তুর্কি প্রতির'ক্ষা মন্ত্রণালয়। গত সোমবার ইদলিবে সিরিয়া সরকার হা'মলায় সাতজন তুর্কি সেনা নিহ'ত হয়।