আমেরিকা-রাশিয়াকে তাক লাগাতে চায় ভারত
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের দুই পরাশক্তি আমেরিকা ও রাশিয়াকে তাক লাগাতে চায় ভারতীয় সেনাবাহিনী। আমেরিকা ও রাশিয়ান কিংবা ইসরায়েলের সেনায় যে অত্যাধুনিক অস্ত্র রয়েছে তা সবারই কিন্তু জানা।
ভারতীয় সেনায় যে 'ফিউচার সোলজার' নামে এক নয়া উদ্যোগ নেয়া হয়েছে তাতে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দেবে বারতীয় সেনাবাহিনী। ভারতের কাছেই থাকবে বিশ্বের সবথেকে অত্যাধুনিক সব অস্ত্র।
শনিবার কলকাতা২৪-এর এক প্রতিবেদনে এ খবর জানা গেছে।
ভারতের এই প্রোগ্রামকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি হলো সেনাবাহিনীতে আধুনিক অস্ত্রে সজ্জিত করা। এর আওতায় আমাদের স্পেশাল ফোর্সকে দেয়া হবে বিশ্বের সবথেকে ভয়ঙ্কর গ্রেনেড লঞ্চার লাগানো অ্যাসল্ট রাইফেল, কার্বাইন, হ্যান্ড গ্রেনেড।
তাদের সুরক্ষা দেবে দাহ্য নয়, ওয়াটারপ্রুফ, ব্যালিস্টিক প্রোটেক্টেড ও বুলেটপ্রুফ হেলমেট ও ভেস্ট। যে পোশাক দেয়া হবে তাতে আরো বেশি অস্ত্র বহন করা সম্ভব হবে সেনার পক্ষে।
পরমাণু, কেমিক্যাল কিংবা রেডিওঅ্যাকটিভ রশ্মির প্রভাব থেকেও দূরে থাকতে পারবে তারা। থাকবে ইন্টারন্যাল ও এক্সটারন্যাল অক্সিজেন দেয়ার ব্যবস্থা। থাকবে হাঁটু ও কনুইয়ের জন্য ফায়ারপ্রুফ প্যাড ও গ্লাভস। চোখ ঢাকবে লেজার প্রোটেকশন চশমা।
দ্বিতীয় ভাগটা ঠিক যেন হলিউড ছবি থেকে বাস্তবে উঠে আসা। সেনাবাহিনীর সঙ্গে থাকবে জিপিএস নেভিগেশন ডিভাইস, বিশ্বের সবথেকে আধুনিক স্যাটেলাইট ফোন, রাতের অন্ধকারে যুদ্ধের জন্য থাকবে নাইট ভিসন ডিভাইস, থার্মাল ইমেজার, লেজার রেঞ্জ ফাইন্ডার, সিসিডি ক্যামেরা, ম্যাগনেটিক কম্পাস, জিপিএস রিসিভার, ফায়ার কন্ট্রোল সিস্টেমসহ একাধিক আধুনিক প্রযুক্তির সব যন্ত্র।
যেসব সেন্সর থাকবে জওয়ানদের কাছে তা রীতিমত চমকে দেয়ার জন্য যথেষ্ট। থাকবে থার্মাল সেন্সর, ইলেক্ট্রো অপটিক্যাল সেন্সর, ইলেকট্রোম্যাগনেটিক ও রেডিও ফ্রিকোয়েন্সি সেন্সর। এসব প্রযুক্তিই ওয়েদার প্রুফ।
ডিআরডিও’র তরফে জানানো হয়েছে জানানো হয়েছে, এ আধুনিক সজ্জায় সজ্জিত হলে ভারত যেকোনো পরিস্থিতি ও যেকোনো জায়গা থেকে যুদ্ধ করতে পারবে।
২৬ ডিসেম্বর,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
�