শনিবার, ০৮ ফেব্রুয়ারী, ২০২০, ১২:৩৭:৪১

ইসরায়েলের দু'র্ধ'র্ষ 'মো'সাদ' বাবা

ইসরায়েলের দু'র্ধ'র্ষ 'মো'সাদ' বাবা

এক্সক্লুসিভ ডেস্ক : ইসরায়েলের দু'র্ধ'র্ষ 'মো'সাদ' বাবা! আব্রা'হাম দার। ইসরায়েলের এ বাসিন্দা সম্প্রতি ৯৪ বছর বয়সে মা'রা গেছেন। তিনি যে আর দশজন সাধারণ ইসরায়েলির মতো ছিলেন না, সেটা প্রকাশ হয়েছে তার মৃ'ত্যুর পর। আ'ব্রাহাম দার ছিলেন এই মুহূ'র্তে বিশ্বের অন্যতম প্রভা'বশালী গোয়ে'ন্দা সংস্থা মোসাদের এ'জে'ন্ট। আবার পুরনো সিনেমাগুলোতে ছা'য়ায় লু'কিয়ে থাকা গোয়ে'ন্দাদের মতোও ছিলেন না তিনি।

আব্রাহাম ছিলেন একাধা'রে রসিক, গল্পবা'জ এবং তার স্বা'র্থ-ব'লয়ের লোকদের কাছে ব'ন্ধুব'ৎসল। হিব্রু-আরবি-ইংরেজিসহ পাঁচটি ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারতেন তিনি। এমন চৌ'কস ছিলেন বলেই অনেক বি'প'দ থেকে রে'হাই পেয়ে গেছেন তিনি। এমনকি নি'র্ঘাৎ মৃ'ত্যুর ফাঁ'দ থেকেও বেঁ'চে বেরিয়ে আসেন আব্রাহাম। এই গোয়ে'ন্দার মৃ'ত্যুর পর তাকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইসরায়েলের প্রাচীন দৈনিক জেরুজালেম পোস্ট।

সেই প্রতিবেদনে বলা হয়েছে, গো'টা বিশ্বে ইসরায়েলের ভী'তিক'র গোয়ে'ন্দা ব'ল'য় গড়ে তোলার পেছনের প'থিকৃ'ৎদের একজন ছিলেন এই আ'ব্রাহাম। তিনি গোয়ে'ন্দা সংস্থার হয়ে যেসব গো'পন অপারে'শনে অংশ নিয়েছিলেন, সেসব ঘটনায় তার সংশ্লিষ্টতা মৃ'ত্যুর আগ পর্যন্তই অ'স্প'ষ্ট বা অপ্রকাশিত থেকে গেছে।

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে