শনিবার, ০৮ ফেব্রুয়ারী, ২০২০, ০৫:২২:০০

দুঃসময়ে পাকিস্তানের পাশাপাশি চীনের পাশে দাঁড়ালো ইরান, পাঠিয়েছে ৩০ লাখ মাস্ক!

দুঃসময়ে পাকিস্তানের পাশাপাশি চীনের পাশে দাঁড়ালো ইরান, পাঠিয়েছে ৩০ লাখ মাস্ক!

আন্তর্জাতিক ডেস্ক : প্রা'ণঘা'তী করোনা ভাই'রাস মোকা'বিলায় চীনের পাশে দাঁড়িয়েছে বন্ধুরাষ্ট্র ইরান। চীনের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেশটিকে ভাই'রাসটির বিস্তার ঠেকাতে ৩০ লাখ মাস্কসহ প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে তেহরান। বেইজিং এই তথ্য জানিয়ে ইরানের নেতৃত্বের প্রতি তাদের কৃত'জ্ঞতা প্রকাশ করেছে।

শনিবার রাজধানী বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং তার দেশের পক্ষে এ কৃত'জ্ঞতা জানান। সংবাদ সম্মেলনে তিনি বলেন, করোনা ভাই'রাস প্রতিহ'ত করতে ইরান চীনে ৩০ লাখ মাস্কসহ চিকিৎসা সর'ঞ্জাম পাঠিয়েছে। এছাড়া প্রয়োজনে আরও চিকিৎসা সর'ঞ্জাম পাঠাতে প্রস্তুত রয়েছে তারা।

করোনা ভাই'রাস কব'লিত চীনের বেশ কয়েকটি অঞ্চল বি'চ্ছি'ন্ন হয়ে পড়েছে। এখন পর্যন্ত এ ভাই'রাসে আ'ক্রা'ন্ত হয়ে দেশটিতে মা'রা গেছেন ৭২২ জন। যার প্রভা'ব পড়েছে চীনসহ বিশ্ব অর্থনীতিতে। সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ করোনা ভাই'রাস প্রতিরো'ধে চীন সরকারের কার্যকর ও ক'ঠো'র পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন।

আজকের সংবাদ সম্মেলনে হুয়া চুনিং জাভেদ জারিফের ওই বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, চীনের প্রতি ইরানের এই আস্থা দুই দেশের আন্তরিক ও ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিফলন। চীন করেনা ভাই'রাস সম্পর্কিত সকল তথ্য বিশ্ববাসীর সামনে তুলে ধরছে এবং বেইজিং বিশ্বাস করে, খুব শিগগিরই এই ভাই'রাস নিয়ন্ত্রণে চলে আসবে।

গত ডিসেম্বরের শেষে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে প্রথম এই ভাইরাস শনাক্ত করা হয়। ভাইরাসটিতে আ'ক্রা'ন্তের সংখ্যা এখন প্রায় ৩৫ হাজার। এদিকে, বিপদের দিনে বন্ধু চীনের পাশেই পাকিস্তান। প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ সহযোগী জাফর মির্জা জানান, 'এখন আমাদের বন্ধু চীনের পাশে দাঁড়ানোর সময়। চীন থেকে কোনও পাক নাগরিককে সরানো হচ্ছে না।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে