শনিবার, ০৮ ফেব্রুয়ারী, ২০২০, ০৫:৫২:৫১

বর্তমান বিশ্বে ২০ কোটি নারী খৎনার শি'কার : জাতিসংঘ মহাসচিব

বর্তমান বিশ্বে ২০ কোটি নারী খৎনার শি'কার : জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক : নারী খৎনাকে ''জঘ'ন্য ধরনের মানবাধিকার ল'ঙ্ঘন'' আখ্যায়িত করে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, বর্তমান বিশ্বে ২০ কোটিরও বেশি নারী ও মেয়ে শিশু খৎনার শি'কা'র হয়েছেন। এছাড়া প্রতিবছর প্রায় ৪০ লাখ মেয়ে খৎ'নার ঝুঁ'কিতে থাকেন।

নারী খৎনার বি'রু'দ্ধে আন্তর্জাতিক শূন্য সহি'ষ্ণুতা দিবস উপলক্ষে বুধবার দেয়া এক বাণীতে জাতিসংঘ মহাসচিব এ পরিসংখ্যান তুলে ধরেছেন। তিনি আ'শ'ঙ্কা করেছেন, ভ'য়াব'হ এ চর্চা ক্ষ'তিগ্র'স্তদের শারীরিক, মানসিক ও যৌ'ন স্বাস্থ্যগত জটি'লতার দিকে ঠেলে দিতে পারে।

ফিমেল জেনিটাল মিউটিলেশন (এফজিএম) বা খৎনা নারীদের ওপর পরিচালিত এক নি'ষ্ঠু'র প্রথা। এই প্র'ক্রিয়ায় কোনো মেডিকেল কারণ ছাড়াই নারীদেহের জ'ননা'ঙ্গের বাইরের অংশ সম্পূর্ণ বা আং'শিক কে'টে ফেলা হয়। বেশিরভাগ ক্ষেত্রে এটি করা হয় কোনো অ'ব'শ ছাড়াই। য'ন্ত্র'ণাদা'য়ক এই প্রথা আফ্রিকার দেশগুলোতে বেশি চ'র্চিত। তবে এশিয়া ও মধ্যপ্রাচ্যের কিছু কিছু দেশে এর চর্চা রয়েছে।

চলতি বছরে আরও ৪০ লাখের মতো মেয়ে এ ঝুঁ'কির মধ্যে রয়েছে জানিয়ে গুতেরেস বলেছেন, জাতিসংঘ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার দশকের মধ্যে রয়েছে। আসুন, এ দশককে আমরা মেয়েদের খৎনাকে শূন্যে নামিয়ে আনি। মেয়েদের খতনার বিষয়টি সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক কাঠামোয় গভীরভাবে আবদ্ধ। এটি মানবাধিকারের ল'ঙ্ঘ'ন এবং মেয়েদের বি'রু'দ্ধে চ'র'ম আকারের সহিং'সতা। সূত্র : ইউএন নিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে