শনিবার, ০৮ ফেব্রুয়ারী, ২০২০, ০৮:১৮:০৮

'সব মুসলিমদেশকে টার্গে'ট করে মুসলমানদের ধ্বং'স করতে চায় ইসরাইল-আমেরিকা'

'সব মুসলিমদেশকে টার্গে'ট করে মুসলমানদের ধ্বং'স করতে চায় ইসরাইল-আমেরিকা'

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের সুন্নি ওলামা পরিষদের প্রধান শেইখ মুহাম্মাদ আল-মোল্লা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবা'দী ইসরাইল মুসলিম দেশগুলোকে ধ্বং'সের জন্য নানা ষ'ড়য'ন্ত্র করে যাচ্ছে। আমেরিকা জো'র করে ইরাকে প্রবেশ করেছে এবং এখনও অবস্থান করছে। তাদের মূল উদ্দেশ্যই হচ্ছে ইরাককে ধ্বং'স করা।

বসরায় ইরানের আইআরজিসির কমা'ন্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানি ও ইরাকের পপুলার মোবালাইজেশন কমিটির উপপ্রধান আবু মাহদি আল মোহানদেসের শাহাদাতের চেহেলামকে সামনে রেখে আয়োজিত এক অনুষ্ঠানে গতকাল (শুক্রবার) তিনি একথা বলেন।

তিনি বলেন, তার নেতৃত্বাধীন সংগঠন সন্ত্রা'সবাদ এবং গো'ষ্ঠী-প্রীতি ও সা'ম্প্রদা'য়িকতার ঘো'র বিরো'ধী। একইসঙ্গে তাদের অবস্থান হচ্ছে আমেরিকা ও ইহুদিবা'দী ইসরাইলের বি'রু'দ্ধে। কারণ মার্কিনী ও ইসরাইলিরা মুসলমানদের ধ্বং'স চায়। মুসলমানদের শ'ত্রুদের বি'রু'দ্ধে ঐক্যব'দ্ধ থাকার ওপর গু'রু'ত্ব আরো'প করেন ইরাকের এই আলেম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে