শনিবার, ০৮ ফেব্রুয়ারী, ২০২০, ০৯:২০:২০

এবার পৃথিবীর দিকে ধে'য়ে আসছে উত্ত'প্ত আট গ্রহাণু!

এবার পৃথিবীর দিকে ধে'য়ে আসছে উত্ত'প্ত আট গ্রহাণু!

আন্তর্জাতিক ডেস্ক : আট গ্রহাণু ধে'য়ে আসছে পৃথিবীর দিকে। চলতি বছর তা পৃথিবীতে আ'ঘা'ত হানতে পারে বলে জানিয়েছে মহাকাশ গবেষণার সর্বোচ্চ সংস্থা নাসা।

অবশ্য এই আট গ্রহাণু নিয়ে বড় কোন ভ'য় পাওয়ার কারণ নেই। নাসা জানায়, ৮ গ্রহাণুর মধ্যে সবচাইতে বড়টির নাম ‘২০২০ বিকিউ১১’ যা প্রায় ৭৭ মিটার প্রশস্ত। অর্থাৎ ‘বিগ বেন’-এর চারভাগের একভাগ তার আকার।

কিন্তু বায়ুমণ্ডলে প্রবেশের পর উত্ত'প্ত এই গ্রহাণু ভূপৃষ্ঠে আ'ঘা'ত হা'নলে অনেকটা নিউক্লিয়ার বি'স্ফো'রণের মত কাজ করবে। যার আ'ঘা'তে অনেক হ'তাহ'তের শঙ্কা করা হচ্ছে। তবে গ্রহাণুগুলো নিশ্চিতভাবে পৃথিবীতে আছড়ে পড়বে কিনা তা জানায়নি নাসা। কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। মেট্রো ইউকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে