শনিবার, ০৮ ফেব্রুয়ারী, ২০২০, ১১:৪৯:৫১

'ধর্মের ভিত্তিতে দেশভাগ করছে মোদির নাগরিকত্ব আইন'‌ দল ছাড়লেন বিজেপি নেতা

'ধর্মের ভিত্তিতে দেশভাগ করছে মোদির নাগরিকত্ব আইন'‌ দল ছাড়লেন বিজেপি নেতা

আন্তর্জাতিক ডেস্ক : সংশো'ধিত নাগরিকত্ব আইন নিয়ে যে দলের অন্দরেই ক্ষো'ভ সৃষ্টি হয়েছে, তা আগেই থেকেই স্পষ্ট। ফের নাগরিকত্ব আইনের প্রতিবা'দ জানিয়ে দলত্যা'গ করলেন মধ্যপ্রদেশে বিজেপির আরও এক নেতা। ইন্দোরের খাজরানা পৌরসভার বিজেপি কাউন্সিলর উসমান প্যাটেল।

তিনি জানিয়েছেন, নতুন সংশো'ধিত নাগরিক আইন নিয়ে অনেকদিন ধরেই তার মধ্যে দ্ব'ন্দ্ব চলছিল। এছাড়াও বিজেপির হিং'সার রাজনীতিতে বির'ক্ত তিনি। শনিবার বিজেপি ছেড়ে বেরিয়ে আসার সিদ্ধান্তের কথা জানান বিজেপি কাউন্সিলর উসমান প্যাটেল।

তিনি জানালেন, সিএএ আইন লা'গু হওয়ার পর থেকেই তার মধ্যে দ্ব'ন্দ্ব শুরু হয়েছিল। কিন্তু সঙ্গে সঙ্গেই কোনও সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবেননি তিনি। আইনজীবীদের সঙ্গে কথা বলে আগে এই আইন সম্পর্কে পড়াশোনা করেছেন। এখন তিনি সম্পূর্ণভাবে নিশ্চিত যে ধর্মের ভিত্তিতে ভে'দাভে'দ তৈরি করার জন্যেই এই আইন নিয়ে এসেছে বিজেপি। দেশের সংখ্যাল'ঘু মুসলিমদের এই দেশ থেকে বিতা'ড়ন করার জন্যেই এই আইন সংশো'ধন করা হয়েছে। 

শুধু তাই নয়, বিজেপির হিংসার রাজনীতিতেও অত্যন্ত ক্ষু'ব্ধ তিনি, জানিয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর রাজনীতিতে উদ্বু'দ্ধ হয়ে তিনি বিজেপিতে যোগদান করেছিলেন। কিন্তু এখন গেরুয়া বাহিনী সেই রাজনীতিতে বিশ্বাস রাখে না। কিন্তু এখন সবকিছুই বদলে গিয়েছে। এই হিং'সার রাজনীতিতে তিনি বিশ্বাস রাখেন না বলেই তার এই সিদ্ধান্ত। গত কয়েক সপ্তাহে মধ্যপ্রদেশেরই ১০০-এর বেশি বিজেপি সদস্য দল থেকে পদত্যাগ করেছেন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে