রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫, ০১:২৪:৫৪

মোদির পাকিস্তান সফরে অবাক রাজনাথ

মোদির পাকিস্তান সফরে অবাক রাজনাথ

আন্তর্জাতিক ডেস্ক : যতই বিরোধীরা কটাক্ষ করে বলুক না কেন, মোদির পাকিস্তান সফর ‘পূর্বনির্ধারিত’, স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, তারা একেবারেই জানতেন না এই ঝটিকা সফরের কথা। রাজনাথ জানিয়েছেন, কাবুল থেকে দেশে ফেরার পথে মোদি লাহৌরে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে দেখা করতে যাবেন শুনে তিনি খুবই অবাক হয়েছিলেন। একটি জনসভায় রাজনাথ বলেন, আমরা প্রথম যখন শুনি মোদি লাহৌরে যাবেন, সবাই খুব বিস্মিত হই। এই সফর একেবারেই পরিকল্পিত নয়। আগে থেকে এরকম কিছুই ঠিক ছিল না। কিন্তু গতকাল তিনি(মোদি) যা করেছেন, তা অত্যন্ত প্রশংসাযোগ্য। সম্ভবত, এধরণের কূটনীতি বিশ্বে আগে দেখা যায়নি। রাজনাথ জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর পর মোদি এমন একজন, যিনি বিশ্বের সামনে এভাবে ভারতকে গর্বিত করেছেন। দেশের মর্যাদা, সম্মান উত্থিত করছেন। প্রসঙ্গত, শুক্রবার আফগানিস্তান সফর থেকে ভারতে ফেরার পথে পাকিস্তানে যান মোদি। নিজেই টুইটারে সেকথা জানান। পাক-প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বাড়ি গিয়ে প্রায় দেড় ঘন্টা ছিলেন। শরিফকে জন্মদিনের শুভেচ্ছাও জানান তিনি। ২৭ ডিসেম্বর,২০১৫/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে