আন্তর্জাতিক ডেস্ক: চীনে ম'হামা'রি আকা'রে ছ'ড়িয়ে পড়া করোনাভাইরাস নিয়ন্ত্র'ণে ১০ দিনে হাসপাতাল নির্মাণের পর এবার শরীরের তাপমাত্রা পরীক্ষায় রোবট বানিয়েছে চীন। সংক্র'মণ ঠে'কাতে আক্রা'ন্ত ব্যক্তির সংস্প'র্শ এ'ড়াতেই ব্যবহার করা হবে এই রোবট।
এই ভারাইসটি শনা'ক্ত করতে গিয়ে চীনে প্রতিদিনই করোনাভাইরাসে আক্রা'ন্ত হচ্ছেন অসংখ্য স্বাস্থ্যক'র্মী। তাই ঝুঁ'কি এ'ড়াতে এবার রোবট ব্যবহার।এরই মধ্যে গুয়াংডং প্রদেশের গুয়াংঝু শহরে স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছে ফাইভজি চালিত এই রোবট। শরীরের তাপমাত্রা দেখার পাশাপাশি মা'স্ক নাপরেই কেউ ঘো'রাফে'রা করছেন কিনা সেদিকে ন'জর রাখা হচ্ছে।
এটি একসঙ্গে অনেকের শরীরের তাপমাত্রা পরীক্ষা করতে পারবে বলে জানিয়েছেন রোবটটির নির্মাতা ঝাং শাওফেই। তিনি জানান, এই রোবট একইসঙ্গে ১০ জনের শরীরের তাপমাত্রা পরীক্ষা করতে পারবে। যখনই কারো শরীরে অস্বা'ভাবিক তাপমাত্রা ধ'রা পড়ছে এটি সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির ছবি তুলবে।এরইমধ্যে করোনাভাইরাসের চিকিৎসায় মার্কিন ফার্মাসিউটিক্যাল গিলেড সায়েন্সের ওষুধ ব্যবহার শুরু করেছে চীন।
টোংজি হাসপাতাল মেডিসিন বিভাগের প্রধান ঝাও জিয়াংপিং বলেন, ওষুধটি নিয়ে আমরা খুবই আশাবাদী। তবে কতটা নিরা'পদে এটি রোগ নিরা'ময় করতে পারে তা দেখতে হবে। পা'র্শ্ব প্রতিক্রি'য়া নিয়ে জনমনে উদ্বে'গ থাকলেও ইবো'লা মো'কাবেলায় যখন এটি ব্যবহার করা হয়, তখন বিরূ'প কিছু দেখা যায়নি।
প্রথম দ'ফায় ৭৬১ জনকে এই ওষুধ দেয়া হবে। ভালো ফল পাওয়া গেলে করোনাভাইরাস রো'ধে এই ওষুধ ব্যবহার শুরু করবে চীন।