রবিবার, ০৯ ফেব্রুয়ারী, ২০২০, ০৯:০৬:৪০

বিপ'র্যয় কাটিয়ে ইমন-আকবরের ব্যাটে বিশ্বজয়ের পথে বাংলাদেশ

বিপ'র্যয় কাটিয়ে ইমন-আকবরের ব্যাটে বিশ্বজয়ের পথে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : দুই ওপেনারের ব্যাটে শুরুতেই বাংলাদেশ জবাব দিতে শুরু করে ভারতকে। বিশ্বকাপ জয়ের জন্য ১৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটাই দুই ওপেনার করেছিলেন উড়ন্ত। ওপেনিং জুটিতেই উঠে যায় ৫০ রান। কিন্তু ওপেনারদের এই দারুণ জুটিটাকে কাজে লাগাতে পারছে না পরের ব্যাটসম্যানরা। 

একের পর এক হারাচ্ছে উইকেট। ৫০-৬৫ - এই ১৫ রানের মধ্যেই বাংলাদেশ হারিয়েছে ৪ উইকেট। দলের সেরা সেরা চারজন ব্যাটসম্যানকে হারিয়ে দারুণ ব্যাটিং বিপ'র্যয়ে পড়ে বাংলাদেশ যুব ক্রিকেট দল। এরপর ২২ ওভার যেতে না যেতে ১০২ রানে ৬ উইকেট হারায়। কিন্তু পারভেজ ইমন ও আকবর আলীর ব্যাটে ফের ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।

এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৩০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৬ রান। স্বপ্নের বিশ্বকাপের শিরোপা থেকে মাত্র ৩৮ রান দূরে বাংলাদেশ। ইমন ৩৮ রান ও আকবর আলী ২৭ রানে ব্যাট করছেন। বিশ্বজয়ের ইতিহাস গড়তে হলে ১১৬ বলে ৩৮ রান করতে হবে। ওভার প্রতি মাত্র ২ রান করে দরকার টাইগারদের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে