রবিবার, ০৯ ফেব্রুয়ারী, ২০২০, ০৯:১৮:৩৭

৯৪ আরোহী নিয়ে রাশিয়ায় আ'ছড়ে পড়লো যাত্রীবাহী বিমান

৯৪ আরোহী নিয়ে রাশিয়ায় আ'ছড়ে পড়লো যাত্রীবাহী বিমান

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার উত্তর-পূর্বাঞ্চলে দেশটির যাত্রীবাহী একটি বিমান অবতরণের সময় বিমানবন্দরে আ'ছড়ে পড়েছে। বিমানটি বরফা'চ্ছাদিত ওই বিমানবন্দরের রানওয়ে থেকে বেশ কিছু দূর ছি'টকে পড়লেও ৯৪ আরোহীর কোনও ক্ষ'য়ক্ষ'তি হয়নি। 

কর্তৃপক্ষ বলছে, অ'গ্নিকা'ণ্ডের শ'ঙ্কা'য় আছড়ে পড়া বিমানের যাত্রীদের দ্রুত বের করে আনা হয়েছে। ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল বলছে, মস্কো থেকে এক হাজার ২০০ মাইল উত্তর-পূর্বাঞ্চলের কমির ইউসিনস্ক বিমানবন্দরে উটাইর এয়ারের যাত্রীবাহী একটি বিমান অবতরণের সময় আ'ছড়ে পড়েছে।

ল্যান্ডিং গিয়ারে স'ম'স্যার কারণে উটাইর এয়ারের বোয়িং ৭৩৭ ব্মিানটি অবতরণের সময় বিমানবন্দরের রানওয়েতে আ'ছ'ড়ে পড়ে। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, এ ঘটনায় বিমানের ৯৪ আরো'হী, ক্রুর কেউই আ'হ'ত হননি। তবে একজন নারী আরোহীকে প্রাথমিকভাবে হালকা মেডিক্যাল সহায়তা দেয়া হয়েছে।

স্থানীয় সরকারের এমারজেন্সি মন্ত্রণালয়ের এক মুখপাত্র ফরাসী বার্তাসংস্থা এএফপিকে বলেন, অবতরণের সময় বিমানটির পেছনের অংশ প্রথমে রানওয়েতে আ'ছড়ে পড়ে। বিমানটি ক্রা'শ ল্যা'ন্ডিংয়ের সময় ওই এলাকায় মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সঙ্গে তী'ব্র বাতাস প্রবা'হিত হচ্ছিল। বিমান থেকে বেরিয়ে আসার জন্য যাত্রী এবং ক্রুরা তী'ব্র আ'র্তনা'দ করছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে