রবিবার, ০৯ ফেব্রুয়ারী, ২০২০, ০৯:২৭:০৮

''স্যাটেলাইটের ছদ্মবেশে ব্যালা'স্টিক ক্ষে'পণা'স্ত্র পরীক্ষা চালালো ইরান''

''স্যাটেলাইটের ছদ্মবেশে ব্যালা'স্টিক ক্ষে'পণা'স্ত্র পরীক্ষা চালালো ইরান''

আন্তর্জাতিক ডেস্ক : উন্নত প্রযুক্তির নতুন একটি স্যাটেলাইট উৎক্ষে'পণ করেছে ইরান। রোববার তেহরানের দক্ষিণ-পূর্বে মরুভূমি এলাকা সেমনানের ইমাম খোমেনি স্পেস সেন্টার থেকে স্যাটেলাইটটি উৎক্ষে'পণ করা হয়। 'জাফর' নামের নতুন স্যাটেলাইটটি শান্তিপূর্ণ কাজের জন্য ব্যবহার করা হবে বলে দাবি তেহরানের। 

তবে ওয়াশিংটনের অভিযোগ, ''স্যাটেলাইটের ছদ্মবেশে ব্যা'লা'স্টিক ক্ষে'পণা'স্ত্র পরীক্ষা চালানো হচ্ছে।'' এটির মাধ্যমে পরমাণু অ'স্ত্র পরীক্ষা আ'ড়াল করা যাবে বলেও অ'ভিযো'গ তুলেছে ওয়াশিংটন। এর আগে এটাকে তেহরানের ''উস'কা'নিমূলক'' কর্মকা'ণ্ড বলেও হু'শিয়া'রি দেয় মার্কিন কর্মকর্তারা।

স্যাটেলাইট উৎক্ষে'পণের সঙ্গে সঙ্গে নতুন মডেলের মাঝারি পাল্লার ব্যা'লা'স্টিক ক্ষে'পণা'স্ত্র উন্মো'চন করেছে ইরানের রিভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক স্যাটেলাইটটি শনিবার মহাকাশে উৎক্ষে'পণের কথা থাকলেও শেষ সময়ে এসে স্থ'গিত করা হয়। 

খুঁটিনাটি প্রযুক্তিগত ও বৈজ্ঞানিক পর্যবেক্ষণ শেষে ফের উৎক্ষে'পণের ঘোষণা দেন ইরানি কর্মকর্তারা। রোববার এক টুইটার বার্তায় মোহাম্মদ জাভেদ আজারি জাহরামি বলেন, ''জাফর স্যাটে'লাইটটি উৎক্ষে'পণের জন্য সময় গণনা শুরু হয়েছে। মহান আল্লাহর নামে আগামী কয়েক ঘণ্টার মধ্যেই এটা সেমনান থেকে ৭,৪০০ কিলোমিটার গ'তিতে উৎক্ষে'পণ করা হবে।''

ইরানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী মোহাম্মদ জাভেদ আজারি জাহরামি বলেন, ইরানের নয়া স্যাটেলাইট 'জাফার' পৃথিবীর কক্ষপথে পৌঁছার পর সর্বপ্রথম জেনারেল কাসেম সোলাইমানির ছবি সম্প্রচার করবে। একইসঙ্গে ইরানিদের চারশ'টি অডিও বার্তা সম্প্রচারিত হবে এই স্যাটেলাইটের মাধ্যমে।

এর পরপরই প্রতি'ক্রিয়ায় গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণের বিষয়ে যে সিদ্ধান্ত ইরান নিয়েছে তা স্পষ্টভাবেই পার'মাণবিক বো'মা বহনে স'ক্ষ'ম ক্ষে'পণা'স্ত্রের বিষয়ে ইরানের ওপর থাকা জাতিসংঘের প্রস্তাবের ল'ঙ্ঘ'ন।

এর দু'দিন পর শনিবার ইরানের তরফ থেকে নতুন আরেকটি উৎক্ষে'পণের কথা ঘো'ষণা দেয়া হয়। মার্কিন অ'ভিযো'গের জবা'বে ইরান বলেছে, তেহরান নয় বরং যুক্তরাষ্ট্রই পরমাণু চুক্তি থেকে বেরিয়ে গিয়ে জাতিসংঘের প্রস্তাব ল'ঙ্ঘ'ন করেছে।

নিউইয়র্ক টাইমস লিখেছে, ইরান বহু বছর ধরে স্যাটেলাইট উৎক্ষে'পণ নিয়ে কাজ করছে। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ধারণা, একই প্রযুক্তি দূর'পা'ল্লার ক্ষে'পণা'স্ত্র তৈরিতেও কাজে লাগানো সম্ভব। গত নভেম্বর মাস থেকে যুক্তরাষ্ট্র ক্ষে'পণা'স্ত্রবিষয়ক গবেষণার সূত্রে ইরানের ওপর নিষে'ধা'জ্ঞা আ'রো'প করেছে।

মধ্যপ্রাচ্যে একমাত্র ইরানই সম্পূর্ণ নিজেদের প্রযুক্তিতে কার্যকর স্যাটেলাইট লঞ্চার তৈরি করছে। ২০০৯ সালে প্রথম উমিদ (আশা) নামে একটি স্যাটেলাইট মহাকাশে পাঠায় দেশটি। পরের বছরই ২০১০ সালে মহাকাশে প্রাণীবাহী যান পাঠায় তেহরান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে