মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০, ১২:০৯:২২

এবার সরকারি প্রকল্পের প্রচারে মসজিদের মাইক ব্যবহার করবেন যোগী আদিত্যনাথ!

এবার সরকারি প্রকল্পের প্রচারে মসজিদের মাইক ব্যবহার করবেন যোগী আদিত্যনাথ!

আন্তর্জাতিক ডেস্ক : রাজ্য সরকারের নতুন প্রকল্পের ঘোষণা করার জন্য ভারতের উত্তরপ্রদেশ পাওয়ার কর্পোরেশন মসজিদের লাউডস্পিকার ব্যবহারের পরিকল্পনা করেছে বলে জানা যাচ্ছে। বর্তমানে কৃষকদের সহজ কিস্তিতে ঋণ শোধের একটি প্রকল্প ঘোষণা করেছে উত্তরপ্রদেশের যোগী সরকার। 

সেই প্রকল্পের ঘোষণাও এবার মসজিদের এই লাউডস্পিকারের মাধ্যমে করা হতে পারে জানা যাচ্ছে। 'ইউপি কিসান আসান কিস্তি যোজনায়' নলকূপের মালিকদের বিনা সুদে সহজ কিস্তিতে তাদের বিল পরিশোধের লক্ষ্যেই এই নয়া প্রকল্পের সূচনা করেছে উত্তরপ্রদেশ সরকার। সূত্রের খবর, এই ক্ষেত্রে বিদ্যুত্‍ কর্পোরেশনের লক্ষ্য সর্বাধিক কৃষককে এই তালিকায় আনা।

উত্তরপ্রদেশের পশিমাঞ্চল বিদ্যুত্‍ বিতরণ নিগম লিমিটেডের (পিভিভিএনএল) কর্মকর্তাদের মতে, এই প্রকল্পের আওতায় বর্তমানে ১৪টি জেলাকে আনার পরিকল্পনা রয়েছে সরকারের। এর মধ্যে রয়েছে মেরুট, বাগপত, গাজিয়াবাদ, বুলান্দশহর, হাপুর, গৌতম বুদ্ধ নগর, সাহারানপুর, মুজাফফরনগর, শমলি, মুরাদবাদ, সামভাল, আমরোহা, রামপুর ও বিজনোর।

পিভিভিএনএল-এর ব্যবস্থাপনা পরিচালক অরবিন্দ মল্লপা বাঙ্গারি এই প্রসঙ্গে বলেন, "এটা ভালো যে অতীতে যে অযৌক্তিক উত্তে'জনা সৃষ্টিকারী লাউডস্পিকার গুলিকে এখন কিছুটা কাজে লাগানো হবে। আমি মনে করি যে লাউড স্পিকারের মাধ্যমে সরকারি ঘোষণা গু'লি আরও দ্রুত ছড়িয়ে পড়বে মানুষের মধ্যে।" এদিকে একাধিক মসজিদের মাইকগুলো পশ্চিম উত্তরপ্রদেশে প্রায়শই সাম্প্রদায়িক বিরো'ধের কারণ হয়ে দাঁড়িয়েছে বলেও দেখা গেছে অতীতে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে