আন্তর্জাতিক ডেস্ক : যু'দ্ধবিধ্ব'স্ত সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ নিয়'ন্ত্রিত সরকারি বাহিনী ও রাশিয়ার সেনাদের যৌ'থ হা'ম'লায় দেশটিতে মোতায়েন ৬ তু'র্কি সেনা নি'হ'ত হয়েছেন। সিরিয়ায় বি'দ্রো'হী নিয়'ন্ত্রিত শেষ অঞ্চল ও দেশটির উত্তরপূর্বাঞ্চলীয় প্রদেশ ইদলিবে সোমবারের এই হা'ম'লার ঘটনায় আ'হ'ত হয়েছেন তুরস্কের আরও চার সেনা।
আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী হা'ম'লায় সেনা নিহ'তের খবরটি নি'শ্চিত করেছে তুরস্কের প্রতির'ক্ষা মন্ত্রণালয়। তারা বিবৃতি দিয়ে জানিয়েছে, ''ইদলিবের সং'ঘ'র্ষ প্র'তিরো'ধ, আমাদের সীমান্ত সুর'ক্ষা নি'শ্চি'ত করা এবং অভিবা'সন ও মানব ট্র্যা'জে'ডি ব'ন্ধ করার ল'ক্ষ্যে ওই অঞ্চলে প্রেরিত আমাদের সেনাদের ল'ক্ষ্য করে কা'মা'ন ছুড়ে'ছে সরকারি বাহিনী।
তবে হা'ম'লার পর তুর্কি সাম'রিক বাহিনী পা'ল্টা জবা'ব দিয়ে ''ল'ক্ষ্যগু'লিকে ধ্বং'স করে দেয়'' বলে জানিয়েছে মন্ত্রণালয়। যুক্তরাজ্যভিত্তিক যু'দ্ধ প'র্যবে'ক্ষণকারী সিরিয়ান অব'জারভেটরি ফর হিউমা রাইটস বলেছে, সরকারি বাহিনী সারাকেব শহরের উত্তরে অবস্থিত তাফতানাজ বিমানবন্দরে হা'ম'লা চালালে তুর্কি সেনারা হ'তাহ'ত হয়।
তুরস্কের টেলিভিশন এনটিভির প্রতিবেদনে জানানো হয়েছে, সিরিয়ায় ইদলিবে তু'র্কি সেনাদের ওপর ওই হা'মলার পর জ'রু'রিভি'ত্তিতে প্রতির'ক্ষা মন্ত্রী হুলুসি আকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রেসিডেন্ট এরদোয়ান। এর আগে গত সপ্তাহেও ইদলিবে সিরিয়ার সরকারি বাহিনীর হা'ম'লায় নয় তুর্কি সেনা নি'হ'ত হয়।
রাশিয়ার সমর্থনে সিরিয়ায় সরকারি বাহিনী সম্প্রতি ইদলিবে ব্যা'প'ক মাত্রায় হা'ম'লা আর সা'মরিক অ'ভিযা'ন শুরু করেছে। এই সময়ের মধ্যে বাড়িঘর ছেড়ে ওই এলাকা থেকে পালিয়েছেন প্রায় অর্ধ ল'ক্ষা'ধিক মানুষ। ইতোমধ্যে ৩৬ লাখ শর'ণার্থী থাকা তুরস্ক তাদের সীমান্ত ব'ন্ধ করে বা'স্তুচ্যু'ত এই মানুষগুলো ভ'য়াব'হ এক মানবিক সং'ক'টে পড়েছে।