মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০, ০৪:১৭:৪৮

মাথার ওপর ড্রোন এসে বলল, চাচি মাস্ক ছাড়া বাইরে হাঁটা উচিত নয়!

 মাথার ওপর ড্রোন এসে বলল, চাচি মাস্ক ছাড়া বাইরে হাঁটা উচিত নয়!

আন্তর্জাতিক ডেস্ক : এক বৃদ্ধ নারী রাস্তা দিয়ে হেঁটে চলার সময় তার মাথার ওপর একটি ক্যামেরা ভেসে আসে। তিনি ওপরে তাকাতেই তার মুখে হতাশা ও বিভ্রা'ন্তির ছায়া পড়েছে। একটা কণ্ঠ ভেসে এসে তাকে বলছে– হ্যাঁ চাচি, আপনার সঙ্গে ড্রোন কথা বলছে। মাস্ক না পরে আপনারা রাস্তায় হাঁটা কিংবা বের হওয়া উচিত নয়।

চোখেমুখে বিভ্রান্তি নিয়ে ওই নারী জোরসে হাঁটা দেন। আর মাঝে মাঝে মাথার ওপরের ড্রোনের দিকে তাকাচ্ছেন, যে তাকে অব্যাহত নির্দেশনা দিয়েই যাচ্ছে; আপনার এখন বাড়ি ফিরে যাওয়া উচিত এবং হাত ধুয়ে ফেলতে ভুল করবেন না।

রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশ করা আরেকটি ভি'ডিওতে দেখা গেছে, মাহজোং টেবিলে বসা কয়েকজনকে পুলিশের একটি ড্রোন বলছে, খেলা বন্ধ করে যথাসম্ভব এখনই জায়গাটি ত্যাগ করুন।

একটি ছোট্ট শিশু ঔৎসুক্য নিয়ে ড্রোন দিকে তাকালে, সেটি তাকে জানায়, আমার দিকে তাকিও না। তোমার বাবাকে এখনই বাড়িতে ফিরে যেতে বলো।
প্রাণঘাতী করোনাভাইরা'স ছড়িয়ে পড়ার চীনের কোয়ারেন্টিন ব্যবস্থার অধীনে এভাবেই চলছে সব কার্যক্রম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে