মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০, ০৮:২৪:৪৬

মাঝ আকাশে যাত্রী বোঝাই বিমানে ব'জ্রপাত; সেই ভয়'ঙ্কর দৃশ্যের ভিডিও ভাই'রাল!

মাঝ আকাশে যাত্রী বোঝাই বিমানে ব'জ্রপাত; সেই ভয়'ঙ্কর দৃশ্যের ভিডিও ভাই'রাল!

আন্তর্জাতিক ডেস্ক : মাঝ আকাশে একটি যাত্রীবাহী বিমান উড়ে চলেছে। সেই সময়ে গোটা আকাশ ঝ'লসে উঠল, চারিদিক আলো করে দেখা দিল একটি বিদ্যুতের রেখা। আর সেই বিদ্যুৎ সোজা গিয়ে ধা'ক্কা খেল বিমানটিতে। এমনই একটি দৃশ্য ধ'রা পড়ল বার্মিংহামের এক বাসিন্দার বাড়ির নজ'রদা'রি ক্যামেরায়। ইউরোপের বিস্তীর্ণ এলাকা জুড়ে চলছে 'কিয়ারা' ঝড়। 

যার জেরে এখনও পর্যন্ত সাত জনের মৃ'ত্যুর খবর পাওয়া গিয়েছে। তার মধ্যেই কিছু বিমান ওঠানামা করছে। রবিবার বার্মিংহাম থেকে ডাবলিন যাচ্ছিল এমনই একটি বিমান। রানওয়ে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই তার উপর একটি বাজ পড়ে। সেই ঘটনা ধ'রা পড়ে বার্মিংহামের বাসিন্দা ড্যানিয়েল নামে এক ব্যক্তির বাড়ির নজ'রদা'রি ক্যামেরায়। পরে তিনি সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন।

বিমানে বিদ্যুৎ পড়লেও সেটির কোনও ক্ষ'তি হয়নি, ভিডিওতেই তা দেখা যাচ্ছে। অনেকটা দূরে হওয়ায় বিমানটি স্পষ্ট দেখা না গেলেও, বৃষ্টির মধ্যেও বিমানটির আলো দেখা যাচ্ছিল। স্থানীয়রা জানিয়েছেন, রবিবার ওই সময়ে বাজ পড়ার প্রচ'ণ্ড শব্দ শুনতে পান তারা। সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়া ভিডিও এখন ভাই'রাল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে