আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের মাটিতে বারবার আ'ক্রা'ন্ত সংখ্যাল'ঘু হিন্দুরা। আর তা নিয়ে বারবার স'মালো'চিত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তবে এবার ন'জির গড়তে পুরানো মন্দির হিন্দুদের হাতে তুলে দিল পাকিস্তানের প্রশাসন। মন্দিরটি ২০০ বছরের পুরানো। বালুচিস্তানের জ়োব জেলার ওই মন্দিরটি দেশভাগের সময় থেকে বেআ'ইনিভাবে দ'খ'ল করে নেওয়া হয়েছিল।
ঐতিহাসিক দিক থেকে মন্দিরটি গুরুত্ব অপ'রিসীম। এবার সেই মন্দিরই পাকিস্তানের সংখ্যাল'ঘু হিন্দুদের হাতে তুলে দিয়ে তাদের মনে জিতে নিলো পাকিস্তানের ইমরান খান সরকার। নাগরিকত্ব সংশো'ধনী আইন পাশ হয়েছে ভারতে। যেখানে পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে আসা অমুসলিমদের নাগরিকত্ব দেওয়া হবে। বিজেপির তরফে বারবার দাবি করা হয়েছে, বাংলাদেশ, পাকিস্তানে আ'ক্রা'ন্ত সংখ্যাল'ঘু হিন্দুরা।
যদিও পাকিস্তান এহেন মন্তব্যের তী'ব্র বিরো'ধীতা করে এসেছে। ইমরান খানের পা'লটা দাবি, পাকিস্তানে হিন্দুদের মোটেই খা'রা'প অবস্থা নয়। যদিও এরপর একাধিকবার পাকিস্তানের মাটিতে সংখ্যাল'ঘু হিন্দুদের আ'ক্রা'ন্ত হওয়ার খবর সামনে এসেছে। এই অবস্থায় মন্দির ফিরিয়ে নজির গড়ার চেষ্টা পাক প্রধানমন্ত্রীর। বিগত তিরিশ বছর ধরে চার কক্ষবিশিষ্ট ওই মন্দিরটিকে সরকারি স্কুল হিসেবে ব্যবহার করা হত। যদিও গত বছরেই স্কুলটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, সেই থেকেই পরিত্য'ক্ত অবস্থায় পড়েছিল মন্দিরটি। সম্প্রতি মন্দিরটির চাবি হিন্দুদের ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। দীর্ঘদিন মন্দিরটি বেআ'ইনিভাবে দ'খ'ল থাকার জন্যে ক্ষ'মাও চেয়ে নেওয়া হয়েছে। খুব শীঘ্রই মন্দিরটির সংস্কারের কাজ শুরু হবে। পাকিস্তানের প্রশাসন সূত্রে জানানো হয়েছে, আগামী দিনে বেআ'ইনিভাবে দ'খ'ল করা এরকম প্রায় শতা'ধিকেরও বেশি মন্দির ফিরিয়ে দেওয়া হবে হিন্দুদের হাতে।