বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২০, ১২:৫৬:২২

গরম পড়লে এমনিতেই মরে যাবে করোনাভাইরাস: ডোনাল্ড ট্রাম্প

গরম পড়লে এমনিতেই মরে যাবে করোনাভাইরাস: ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, গ্রীষ্মকাল আসলে করোনাভাইরাস এমনিতেই দূর হয়ে যাবে। সোমবার (১০ ফেব্রুয়ারি) হোয়াইট হাউসে গভর্নরদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, চলতি সপ্তাহে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে ফোনে ‘গরমকাল আসলেই ভাইরাস চলে যাবে’ বলে আশ্ব'স্ত করেছেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘তাপ এ ধরনের ভাইরাস মে'রে ফেলতে পারে। এটা একটা ভালো দিক।’

মূলত ডোনাল্ড ট্রাম্প তার ‘করোনাভাইরাসের গ্রীষ্মকালীন তত্ত্ব’ প্রথমবার প্রকাশ করেছিলেন গত সপ্তাহের এক টুইটে। তার দাবি, এপ্রিল মাসের দিকে গরম আসার সঙ্গে সঙ্গে করোনাভাইরাসের প্রা'দুর্ভাব চলে যাবে বলে মনে করছেন অনেকেই। তবে মার্কিন প্রেসিডেন্টের এমন ধারণার সঙ্গে একমত নন বিশেষজ্ঞরা।

টেক্সাসের বেলর কলেজ অব মেডিসিনের ন্যাশনাল স্কুল অব ট্র'পিক্যাল মেডিসিন বিভাগের ডিন ড. পিটার হোটেজ বলেন, ‘বসন্ত-গ্রীষ্মের সময় এসব নেমে যাবে এটা মেনে নেয়া হবে খামখে'য়ালি ব্যাপার। ঋতুভিত্তিক বিষয়টি আমরা ঠিক বুঝি না। আর অবশ্যই এই ভাইরাস সম্পর্কেও আমরা কিছুই জানি না।’

ভ্যান্ডারবিল্ট ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের সং'ক্রা'মক রোগ বিশেষজ্ঞ ড. উইলিয়াম শ্যাফনার বলেন, ‘তার (ট্রাম্প) আশাই আমাদের আশা। তবে এটা সেভাবে (গরমকালে চলে যাবে) কাজ করবে এ ধরনের কোনো জ্ঞান আমাদের নেই।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে