বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২০, ১২:২০:০২

লোভনীয় চাকরি ছেড়ে 'মাফলার ম্যান’ থেকে টানা তিন বার দিল্লির মুখ্যমন্ত্রী কেজরীবাল

লোভনীয় চাকরি ছেড়ে 'মাফলার ম্যান’ থেকে টানা তিন বার দিল্লির মুখ্যমন্ত্রী কেজরীবাল

আন্তর্জাতিক ডেস্ক : ২০১২ সালের নভেম্বরে যখন জনসমক্ষে এল আম আদমি পার্টি, তখনও কি কেউ ভেবেছিল নতুন এই দলটা আগামী আট বছরে ইতিহাস গড়বে? শুধু কি ইতিহাস গড়া, উল্টে দেবে সব হিসেব নিকেশ? কোনও রাজনৈতিক পরিচিতি ছাড়াই একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করাই শুধু নয় কংগ্রেস, বিজেপি-র মতো বর্ধিষ্ণু দলকে পিছনে ফেলে পর পর তিন বার আসবেন দিল্লির ক্ষমতায়।

 অতি বড় আশাবাদীও বোধহয় ভাবেননি গলায় মাফলার, গায়ে সোয়েটার পরা ওই মানুষটা নাকানি চোবানি খাওয়াবেন রাজধানীর তাবড় পোড় খাওয়া রাজনীতিককে। খড়্গপুর আইআইটি, টাটা স্টিলের লোভনীয় চাকরি ছেড়ে কী ভাবে সমালোচকদের বিদ্রুপের ‘মাফলার ম্যান’ হয়ে উঠলেন দিল্লির কনিষ্ঠতম মুখ্যমন্ত্রী। অরবিন্দ কেজরীবালের রাজনৈতিক সফর, দেখে নিন এক ঝলকে।-আনন্দবাজার

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে