বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২০, ০৪:২২:৫২

''সন্ত্রা'সবাদের থেকেও মারা'ত্মক করোনা ভাই'রাস, এটাই এখন বিশ্বের এক নম্বর শত্রু''

''সন্ত্রা'সবাদের থেকেও মারা'ত্মক করোনা ভাই'রাস, এটাই এখন বিশ্বের এক নম্বর শত্রু''

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাই'রাসের ভ'য় ডিসেম্বর থেকে শুরু হয়েছে বলে দাবি করেছে চীন। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের দাবি গত এপ্রিল থেকেই একটু একটু করে মহা'মারির আকার নিয়েছে এই মা'রণ ভাই'রাস। আর এখন পরিস্থিতি এমন যে এই অসুখ স'ন্ত্রা'সবাদের থেকেও ভয়'ঙ্কর হয়ে উঠেছে। 

হুয়ের বক্তব্য, এই ভাই'রাস এখন গোটা বিশ্বের কাছে ভ'য়ের হয়ে দাঁড়িয়েছে। স'ন্ত্রা'সবাদ যেমন বিশ্বের কাছে চ্যা'লেঞ্জ তেমনই করোনা ভাই'রাসও চ্যা'লে'ঞ্জ। আর সেটা স'ন্ত্রা'সবাদের থেকেও ভয়া'বহ। এখানেই না থেমে হুয়ের প্রধান টেড্রস আধানম গেব্রেইয়েসাস সংবাদমাধ্যমকে বলেছেন, বিশ্বের উচিত এখনই স'ত'র্ক হয়ে এই ভাই'রাসের মোকা'বিলা করা। এটাকে এক নম্বর শ'ত্রু হিসেবে বিবেচনা করা। এটাকে সভ্যতার শ'ত্রু হিসেবে মনে করা উচিত বলেও মন্তব্য হু প্রধানের। 

এদিনই করোনা ভাই'রাসের নতুন নামকরণ করেছে হু। এই ভাই'রাসে আ'ক্রা'ন্ত রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। মৃ'ত্যুও বাড়ছে লাফিয়ে লাফিয়ে। রোগটির নাম দেওয়া হয়েছে 'কোভিড-১৯'। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, এমন একটি নাম খুঁ'জে বের করার দরকার ছিল, যেটি কোনও ভৌগোলিক অবস্থান, প্রাণী, কোনও ব্যক্তি বা কোনও নির্দিষ্ট জনগোষ্ঠীকে না বোঝায়। নতুন নামটি নেওয়া হয়েছে 'করোনো', 'ভাইরাস', 'ডিজিজ (রোগ)' এবং ২০১৯ সালে ভাই'রাসটির প্রাদু'র্ভাবের সময় ধরে '১৯' নম্বরটি থেকে। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুসারে, ভাই'রাসটির প্রা'দু'র্ভাব সম্পর্কে ২০১৯ সালের ৩১ ডিসেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থার ন'জরে আসে। চিনে এই ভাই'রাসে আ'ক্রা'ন্ত হয়েছে ৪২ হাজার ২০০-এর বেশি মানুষ। মৃ'ত্যুর সংখ্যায় এটি ইতিমধ্যেই ২০০২-০৩ সালের সার্স মহা'মারিকে ছাড়িয়ে গেছে। গত সোমবার শুধু চিনের হুবেই প্রদেশে মা'রা গেছে ১০৩ জন। চিনে এক দিনে এত মানুষের মৃ'ত্যু নতুন রেকর্ড বলে দাবি করা হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে