বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২০, ০৫:১৩:৪১

দিল্লির শাসনে বসলো মুসলিমরা, মোদির বিজেপির মাথায় হাত

দিল্লির শাসনে বসলো মুসলিমরা, মোদির বিজেপির মাথায় হাত

আন্তর্জাতিক ডেস্ক : জয়ের হ্যাটট্রিক করে ফের ভারতের দিল্লির মসনদে বসতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল। বিশেষজ্ঞদের মত, বিজেপির ধর্মীয় বি'ভা'জনের রাজনীতির বি'রু'দ্ধে আম আদমির উন্নয়নের রাজনীতি জয়যুক্ত হয়েছে। এর আগেরবারের মতো এ বছরও দিল্লির মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলিতে ভালো ফল করেছে আপ।

আম আদমি প্রার্থী শোয়েব ইকবাল (মতিয়ামহল), ইমরান হোসাইন (বাল্লিমারান), আবদুল রহমান (সিলমপুর), আমানাতউল্লাহ খান (ওখলা) এবং হাজি ইউনুস (মুস্তাফাবাদ) এবারের বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছেন। এ বছর দিল্লির ৭০ আসনে পাঁচজন মুসলিম প্রার্থী নির্বাচনে লড়েছিলেন আপের পক্ষ থেকে।

মতিয়ামহলে শোয়েব ইকবাল প্রদত্ত ভোটের ৭৫ শতাংশ পেয়ে ৫০ হাজারের অধিক ব্যবধানে জিতেছেন। ওখলায় আমানাতউল্লাহ খান বিজেপির বি সিংয়ের থেকে ৭৫ হাজারের বেশি ব্যবধানে জয় পেয়েছেন। বিজেপির মুসলিম-বিদ্বে'ষী রাজনীতির মুখে এই জয় কষে থা'প্প'ড় বলে মনে করছে রাজনৈতিক মহল। শাহিনবাগে আন্দো'লন নিয়েও মি'থ্যা'চার করেছে বিজেপি। 

জামিয়া মিল্লিয়াতে পুলিশ পাঠিয়ে অত্যা'চার করেছে শিক্ষার্থীদের উপর। এই প্রেক্ষাপটে মুসলিম নাগরিকরা বিভা'জনের বি'রু'দ্ধে আম আদমি পার্টিকেই ভোট দিয়েছে বলে মত বিশ্লেষকদের। সেই সাথে বিজেপির হাতে না দিয়ে নিজেদের হাতেই শাসন ব্যবস্থা রাখলো তারা। নিজেদের ৫ বিধায়কেও দিল্লির শাসনে বসালো মুসলিমরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে