বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২০, ০৬:০৮:০৭

আজ থেকে সিরিয়ায় সর্বত্র হা'মলা চালানোর ঘোষণা দিলেন এরদোগান

আজ থেকে সিরিয়ায় সর্বত্র হা'মলা চালানোর ঘোষণা দিলেন এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক : যদি আর কোনো তুর্কি সেনার ওপর হা'ম'লা করা হয়, তবে সিরিয়ায় স্থল ও আকাশ– যে কোনো জায়গায় সিরীয় সরকারি বাহিনীর ওপর হা'ম'লা চালাবে তুর্কি সেনাবাহিনী বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

বুধবার তিনি বলেন, ''ফেব্রুয়ারির শেষ নাগাদ সিরীয় বাহিনীকে উত্তরপূর্বাঞ্চলীয় ইদলিবের তুর্কি পর্যবে'ক্ষণ চৌ'কির বাইরে সরিয়ে দিতে আমরা প্রতিশ্রুতিব'দ্ধ।'' এদিকে আসাদ বাহিনীকে কোনো হা'ম'লার অজু'হাত তৈরির সুযোগ না দিতে বিদ্রো'হীদের প্রতি আহ্বান জানিয়েছেন এরদোগান।

ইদলিবে নতুন করে স'হিং'সতার আ'গুন জ্ব'লে উঠেছে। দেশটির ৯ বছর ধরে চলা যু'দ্ধে বিদ্রো'হীদের সর্বশেষ ঘাঁটি ইদলিবে রাশিয়া ও তুরস্ক সমর্থিত সিরীয় বাহিনী অ'গ্র'সর হলে এই সং'ক'ট তৈরি হয়। সিরীয় প্রেসিডেন্ট বাসার আল-আসাদবি'রো'ধী বি'দ্রো'হীদের একটি গোষ্ঠীকে সহায়তা ও সমর্থন দিয়ে আসছে তুরস্ক। গত ১০ দিনে সিরীয় বাহিনীর গো'লায় ১৩ তুর্কি সেনা নি'হ'ত হওয়ার পর পা'ল্টা হা'ম'লাও বেড়ে গেছে।

২০১৮ সালের অ'স্ত্রবি'রতি চুক্তির কথা উল্লেখ করে এরদোগান বলেন, পর্যবে'ক্ষণ চৌ'কি কিংবা অন্য কোথাও আমাদের কোনো সেনা যদি সামান্যও আ'হ'ত হন, তবে আজ থেকে সর্বত্র সিরীয় বাহিনীকে হা'মলা করা হবে। সেটা হোক ইদলিব সীমান্ত কিংবা সোচি চুক্তির রেখায়। স্থল কিংবা আকাশ– যেখানে হোক, কোনো দ্বি'ধা ছাড়া সেখানে হা'ম'লা চালানো হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে