কী কথা শরীফের সাথে? মোদি চুপ, জল্পনাও অল্প না
অান্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে শুক্রবার নাটকীয়ভাবে লাহৌর পৌঁছে গিয়েছিলেন ভারতের নরেন্দ্র মোদি। জন্মদিন-কূটনীতি সেরে দেশে ফেরার পর প্রশ্ন উঠছে, পাকিস্তানে তো প্রধানমন্ত্রী মোদি গেলেন, কিন্তু কী পেলেন!
এই প্রশ্নে চুপ বিদেশমন্ত্রক, কেন্দ্রীয় সরকার, বিজেপি এবং স্বয়ং প্রধানমন্ত্রী। তাঁদের নীরবতা উস্কে দিচ্ছে জল্পনা। যা পাক খাচ্ছে একটাই প্রশ্নে— লাহৌর সফর কি আদৌ কূটনীতি, নাকি পুরোপুরি নাটক!
লাহৌর থেকে ফিরে সফরের বিষয়ে মোদি শেষ টুইটটি করেছিলেন শুক্রবার রাত ৯টায়। জানিয়েছিলেন, শরীফের আতিথেয়তায় তিনি মুগ্ধ। প্রধানমন্ত্রীর দফতর (পিএমও) এ প্রসঙ্গে শেষ টুইট করেছে ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ। তারপর থেকেই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকার মৌন।
মোদির লাহৌর সফরে অভিসন্ধি নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। যদিও প্রধানমন্ত্রীর এই সফরকে তাৎপর্যপূর্ণভাবেই ইতিবাচক বলেই মনে করছেন প্রবীণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী।
কূটনৈতিক বিশ্লেষকদের একাংশের মত, লাহৌর সফর নিয়ে প্রধানমন্ত্রীর কিছু বলার নেই। তাই তিনি নীরব। কারণ, ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়টি পাক প্রধানমন্ত্রীর একার সিদ্ধান্তের উপর নির্ভর করে না। এ ব্যাপারে পাক সেনাবাহিনী, আইএসআই এবং সে দেশের মোল্লাতন্ত্রের ভূমিকা রয়েছে। তাই শরিফের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনার প্রসঙ্গটির পাশ কাটিয়ে যেতে চাইছে কেন্দ্রও। তুলে ধরা হচ্ছে শরিফের সঙ্গে হাতে হাত ধরার ছবি, হেলিকপ্টারে করে তাঁর বাড়িতে যাওয়া, শরিফ জননীকে প্রণাম থেকে খাবারের মেনু— এই বিষয়গুলি। কূটনৈতিক বিশ্লেষকদের আরেক অংশের অবশ্য ধারণা, পাকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিকস্তরে যে অস্বস্তির পরিবেশ ছিল লাহৌর সফরে তা অনেকটাই কাটিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী।
লাহৌরে শরীফের এক ঘনিষ্ঠ আজ দাবি করেছেন যে, শরিফকে মোদি বলেছেন, ‘‘এখন থেকে তো আসা-যাওয়া চলতেই থাকবে।’’ শরিফ যখন পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর পরিচয় করাচ্ছেন, তখন নাকি মোদি জি়জ্ঞাসা করেছেন, ‘‘আপনার পরিবারের সকল সদস্য কি এখানেই থাকেন?’’ উত্তরে পাক প্রধানমন্ত্রী বলেছেন, ‘‘হ্যাঁ। প্রায় ৭০-৮০ জন থাকেন।’’ কথোপকথনে শরীফ একসময়ে নাকি মোদিকে বলেন, ‘‘এটা কি আপনারও বাড়ি নয়!’’
মোদির লাহৌর সফর নিয়ে কংগ্রেস-বিজেপি’র তরজা চলছেই। প্রাক্তন বিদেশমন্ত্রী তথা কংগ্রেস নেতা সলমন খুরশিদ বলেন, ‘‘গত কয়েক সপ্তাহে দু’দেশের মধ্যে সম্পর্কের এমন কী পরিবর্তন ঘটল যে, প্রধানমন্ত্রী হঠাৎ লাহৌরে উড়ে গেলেন?’’ এই সফর সম্পর্কে আডবাণী বলেছেন, ‘‘বাজপেয়ী’জি (অটলবিহারী বাজপেয়ী) যে প্রয়াস শুরু করেছিলেন, মোদি এবং অন্যদের তা এগিয়ে নিয়ে যাওয়া উচিত।’’ অন্যদিকে, শরিফের বিদেশনীতি বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজ আজ জানিয়েছেন, আগামী জানুয়ারিতে অনুষ্ঠিতব্য ভারত-পাক আলোচনায় যেন বেশি কিছু আশা না করা হয়। সূত্র: এবেলা
২৭ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস
�