শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২০, ১২:৩৩:৩৬

ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের আগে কাশ্মীর নিয়ে মার্কিন সিনেটরদের চিঠি

ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের আগে কাশ্মীর নিয়ে মার্কিন সিনেটরদের চিঠি

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের আগেই কাশ্মীর নিয়ে উ'দ্বে'গ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে চিঠি দিয়েছেন শীর্ষ চার মার্কিন সিনেটর। ওই চিঠিতে সিনেটররা নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে উ'দ্বে'গ প্রকাশ করেন। এ ছাড়া চিঠিতে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল ও ছয় মাসের বেশি ইন্টারনেট ব'ন্ধ ছাড়াও রাজনৈতিক নেতাদের গৃহব'ন্ধি রাখার বিষয় তুলে ধরেন।

আগামী সপ্তাহে দু'দিনের ভারত সফরে আসছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই ডেমোক্র্যাট ও দুই রিপাবলিকান সিনেটরের দেয়া ওই চিঠিতে বলা হয়েছে, এখন পর্যন্ত উপত্যকার অধিকাংশ জায়গায় ইন্টারনেট সেবা ব'ন্ধ রেখেছে ভারত সরকার। বিশ্বের আর কোনো গণতন্ত্রে এতদিন পর্যন্ত ইন্টারনেট পরিষেবা ব'ন্ধ রাখার ন'জির নেই। এতে ৭০ লাখ মানুষের জীবনে ক্ষ'তিকর প্রভাব পড়ছে। বি'ঘ্নি'ত হচ্ছে চিকিৎসা পরিবেষা, ধ্বং'স হচ্ছে ব্যবসা বাণিজ্য, ক্ষ'তিগ্র'স্ত হচ্ছে শিক্ষাব্যবস্থাও।

পম্পেওকে যারা ওই চিঠি দিয়েছেন, তাদের মধ্যে ট্রাম্পের ঘ'নি'ষ্ঠ হিসেবে পরিচিত লিন্ডসে গ্রাহাম রয়েছেন। তিনি বলেন, ভারত সরকার যে পদক্ষেপ নিয়েছে, তাতে নির্দিষ্ট ধর্মীয় সংখ্যাল'ঘুদের অধিকার এবং রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ চরিত্র হু'ম'কির মুখে ফেলেছে। এর মধ্যে সিএএও অন্তর্ভুক্ত রয়েছে। চিঠিতে সিনেটররা আরও বলেন, প্রধান রাজনৈতিক ব্যক্তিদের পাশাপাশি শত শত কাশ্মীরি আ'টক হয়ে রয়েছেন। এ সব কার্যকলাপের পরি'ণতি গু'রু'তর হতে পারে।

বিশেষ মর্যাদা বিলো'পের পর রাজনৈতিক কারণে কাশ্মীরে ঠিক কতজনকে ব'ন্দি করে রাখা হয়েছে, যোগাযোগের মাধ্যমগুলো কতটা স'ক্রি'য়, স্বাধীন পর্যবেক্ষক, কূটনীতিক এবং বিদেশি সাংবাদিকরা আদৌ সব জায়গায় যেতে পারছেন কি না, আগামী ৩০ দিনের মধ্যে সেই সং'ক্রা'ন্ত একটি রিপোর্ট প্রকাশ করার জন্য সরকারের কাছে আবেদন জানিয়েছেন ওই সিনেটররা।

কাশ্মীরের পরি'স্থিতি নিয়ে দ্বিতীয় দফায় উপত্যকায় এসেছেন ইউরোপীয় ইউনিয়নের সদস্যসহ একটি আন্তর্জাতিক প্রতিনিধিদল। জম্মু ও কাশ্মীরের পরি'স্থিতি দেখার পাশাপাশি দেশে সিএএ বিরো'ধী বিক্ষো'ভের পরি'স্থিতি গভীরভাবে পর্যবে'ক্ষণ করছে যুক্তরাষ্ট্র। এর আগেও ট্রাম্প প্রশাসন উভয় ইস্যু নিয়ে উ'দ্বে'গ প্রকাশ করেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে