শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২০, ০২:০০:৪৮

এবার ব্রাজিলে এক রহস্যময় অচেনা ভাইরাসের সন্ধান

এবার ব্রাজিলে এক রহস্যময় অচেনা ভাইরাসের সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক: চীনে ম'হামা'রী রূ'প নিয়েছে প্রাণঘা'তী করোনাভাইরাস। এই ভাইরাসে আক্রা'ন্ত হয়ে লা'ফিয়ে লা'ফিয়ে বাড়ছে মৃ'তের সংখ্যা। ভ'য়ঙ্ক'র এই ভাইরাস ছ'ড়িয়ে বিশ্বের অন্যান্য দেশেও। এছাড়া, চীনের অন্য এক শহরে বা'র্ড ফ্লু'-রও সন্ধা'ন পাওয়া গেছে। 

এসবের মধ্যেই এবার বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবর এলো আরো এক অচেনা ভাইরাসের। রহ'স্যময় সেই ভাইরাস আগে কখনো দেখা যায়নি। সবচেয়ে আত'ঙ্কে'র কথা হলো, এর সঙ্গে কোনো জি'নই মেলাতে পারছেন না গবেষকরা।

ব্রাজিলে ধ'রা পড়েছে সেই ভাইরাস। নাম দেওয়া হয়েছে ‘ইয়ারা’ ভাইরাস। এক পৌরানিক মৎস্যকন্যার নামে নামকরণ করা হয়েছে এই ভাইরাসের। এই ভাইরাসের ৯০ শতাংশই চেনা নয় গবেষকদের।
এই ভাইরাসের সঙ্গে কিসের সম্পর্কে আছে, তা বিজ্ঞানীদের কাছে স্প'ষ্ট নয়। ব্রাজিলের ফেডেরাল ইউনিভার্সিটিতে এই নিয়ে চ'লছে গবেষণা। এই প্রথম এই ধ'রনের একেবারে অজানা ভাইরাস পাওয়া গেল বলে মনে করা হচ্ছে। এর সঙ্গে কোনো জিনই মেলাতে পারছেন না গবেষকরা।বিডি প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে