শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২০, ০৪:২২:১৯

কাশ্মির ইস্যুতে পাকিস্তানের পাশে থাকবে তুরস্ক: এরদোয়ানের মন্তব্যে ভারতের কড়া বার্তা

কাশ্মির ইস্যুতে পাকিস্তানের পাশে থাকবে তুরস্ক: এরদোয়ানের মন্তব্যে ভারতের কড়া বার্তা

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের অভ্য'ন্তরীণ বিষয়ে কোনও ভাবেই হ'স্তক্ষে'প নয়। কাশ্মীর প্রসঙ্গে শনিবার ফের তুরস্ককে ক'ড়া বার্তা দিল ভারত। কাশ্মীর যে ভারতের অ'বিচ্ছে'দ্য অ'ঙ্গ, তাও ফের এক বার স্পষ্ট ভাবে জানিয়ে দিল ভারতের পররাষ্ট্র মন্ত্রনালয়। তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইপ এরদোয়ানের কাশ্মীর-মন্তব্যের ক'ড়া স'মালো'চনা করে তা প্র'ত্যা'খ্যান করতেও ছাড়েনি ভারত।

এ দিন পররাষ্ট্র মুখপাত্র রবীশ কুমার বলেন, 'জম্মু ও কাশ্মীর ভারতের অ'বিচ্ছে'দ্য অ'ঙ্গ। তাকে কোনও ভাবেই এ দেশ থেকে আলাদা করা যায় না। এ প্রসঙ্গে উল্লিখিত (এরদোয়ান) সমস্ত মন্তব্যই প্রত্যা'খ্যান করছি।' কাশ্মীর বিষয়টি বোঝার জন্য তা নিয়ে যে গভীর উপল'ব্ধির প্রয়োজন, তাও স্পষ্ট করে দিয়েছেন রবীশ কুমার। 

এরদোয়ানে প্রতি তার পরামর্শ, ''তুরস্ক প্রধানের উদ্দেশে বলছি, ভারতের অভ্য'ন্তরীণ বিষয়ে হ'স্তক্ষে'প করবেন না। বিষয়টি জানতে যথাযথ ভাবে তথ্যাদি উপল'ব্ধি করার চেষ্টা করুন। কী ভাবে পাকিস্তান থেকে উ'দ্ভূ'ত স'ন্ত্রা'স ভারত এবং তার আশপাশের অঞ্চলে উদ্বে'গের কারণ হচ্ছে, তাও বুঝতে হবে।''

কাশ্মীর প্রসঙ্গে পাকিস্তানের অবস্থানকে বরাবরই সমর্থন জুগিয়ে এসেছে তুরস্ক। আন্তর্জাতিক মঞ্চেও এ বিষয়ে পাকিস্তানের পক্ষেই দাঁড়িয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ সভায় কাশ্মীর নিয়ে মন্তব্য করেছিলেন তিনি। যা নিয়ে ভারতের প্রতি'বাদ সত্ত্বেও ফের একই পথে হেঁটেছেন এরদোয়ান। পাকিস্তান সফরে গিয়ে শুক্রবার ফের কাশ্মীর প্রসঙ্গ টেনে আনেন তিনি। 

পাকিস্তানের পার্লামেন্টের যৌথ অধিবেশনে ভাষণ দিতে গিয়ে এরদোয়ানে বলেন, ''দ্ব'ন্দ্ব আর অত্যা'চার দিয়ে কাশ্মীর সম'স্যার সমাধান হবে না। একমাত্র সুবিচার আর সাম্যের মাধ্যমেই এই সমস্যার সমাধান হতে পারে। কাশ্মীর যতটা আপনাদের (পাকিস্তান) হৃদয়ের কাছের, ততটাই আমাদেরও।'' 

শুধু তাই নয়, সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলো'পের প্রসঙ্গেও এরদোয়ানের মন্তব্য, ''আমাদের কাশ্মীরি ভাইবোনেরা দশকের পর দশক অসুবিধায় ভু'গছেন। এবং সম্প্রতি একতরফা ভাবে পদক্ষেপ করায় তাদের সেই অসুবিধা আরও বেড়েছে। আজ কাশ্মীর ইস্যুটি আপনাদের মতো আমাদেরও অত্যন্ত কাছের। ন্যায়বি'চার এবং নি'রপে'ক্ষতার মাধ্যমে সমা'ধান হলে, তা সমস্ত পক্ষেরই স্বার্থর'ক্ষা করবে। ন্যায়বিচার, শান্তি এবং আলোচনার মাধ্যমে কাশ্মীর সম'স্যা সমাধানে সব সময়ই তুরস্ককে পাশে পাবেন।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে