শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২০, ০৭:৪৪:১৬

মুসলিমদের শরনার্থী ক্যাম্পে নিলে ভারতে বড়সড় গণআন্দোলন শুরু হবে : পি চিদাম্বরম

মুসলিমদের শরনার্থী ক্যাম্পে নিলে ভারতে বড়সড় গণআন্দোলন শুরু হবে : পি চিদাম্বরম

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে নতুন নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে আসা হয়েছে যাতে ১৯ লাখের মধ্যে ১১ লাখ হিন্দুকে ভারতে নাগরিকত্ব দিয়ে রেখে দেওয়া যায়, এমন বার্তা দিয়েই ফের একবার বিজেপির বি'রু'দ্ধে আ'ক্র'মণ শা'নিয়ে নিলেন ভারতের সাবেক অর্থমন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদাম্বরম।

স্বভাবসি'দ্ধ ভ'ঙ্গিতে তিনি ফের একবার তো'প দেগেছেন বিজেপির বি'রু'দ্ধে। এনআরসি নিয়ে দিল্লির জহরলাল নেহরু বিশ্ববিদ্য়ালয় ক্যাম্পাসে বক্তব্য রাখতে গিয়ে চিদাম্বরম বলেন, এনআরসি ঢাকতেই সিএএ আনা হয়েছে। আসামে এনআরসির ক'ব'লে পড়ে যে ১৯ লাখ মানুষের তালিকা প্রকাশিত হয়েছে, তাদের মধ্যে থেকে ১১ লাখ হিন্দুকে আশ্রয় দিতেই এমন আইন আনা হয়েছে।

সিএএ নিয়ে সুপ্রিম কোর্ট যদি কেন্দ্রের সপক্ষে রায় দেয়, তাহলে তার পরবর্তী পদক্ষেপ কী হতে পারে? এমন একটি প্রশ্ন জেএনইউ ক্যাম্পাসে উঠে আসলে দা'পুটে আইনজীবী চিদাম্বরম বলেন, ওরা যদি এক্সকুডেড'দের ছুঁতে চায়. তাহলে তারা হবেন মুসলিম। এদের পরিচিতি খুজে বের করা হবে। ঘোষিত হবে যে এরা রাষ্ট্রের বাইরে। যদি মুসলিমদের শরনার্থী ক্যাম্পে নিয়ে যাওয়া হয়, তাহলে বড়সড় গণআন্দোলন হয়ে যাবে।

শাহিনবাগে কংগ্রেস নেতাদের না যাওয়া নিয়ে চিদাম্বরম বলেন, কংগ্রেস নেতারা যদি শাহিনবাগের মঞ্চে ওঠেন তাহলে বিজেপির ফাঁদে পা দেওয়া হয়ে যাবে। সেক্ষেত্রে বিজেপি বলতে পারে যে এটি কংগ্রেসের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কাজ। আর এমন পরিস্থিতি দূরে রাখতে চেয়েই কংগ্রেস শাহিনবাগের মঞ্চ থেকে দূরে থাকছে বলে জানিয়েছেন বর্ষীয়ান নেতা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে