আন্তর্জাতিক ডেস্ক : গত বছরের ডিসেম্বর মাস থেকে তাদের আন্দোলন চলছে৷ সংশো'ধিত নাগরিকত্ব আইন (সিএএ) ও এনআরসি-র বি'রু'দ্ধে সেই আন্দো'লন বর্তমানে গোটা বিশ্বে পরিচিত দিল্লির শাহিনবাগের আন্দো'লন৷ অবশেষে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রস্তাবে গ্রহণ করলেন শাহিনবাগের আন্দোলনকারীরা৷
অমিত শাহের সঙ্গে সিএএ নিয়ে আলোচনায় রাজি হলেন তারা৷ সম্প্রতি অমিত শাহ জানান, সিএএ নিয়ে যদি কেউ তার সঙ্গে আলোচনা করতে চান, তার অফিস তা হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের সময় দেবে৷ গত বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লিতে বলেন, 'আমরা ৩ দিনের মধ্যে সময় দেব আলোচনার জন্য৷'
শনিবার শাহিনবাগের আন্দোলকারীরা বলেন, 'আমরা অমিত শাহের প্রস্তাব গ্রহণ করছি৷ আমরা আগামিকাল দুপুর ২টায় আলোচনার জন্য তৈরি৷ আমরা কোনও অ্যাপয়েন্টমেন্ট চাইছি না৷ এ বার স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধান্ত নিক, তিনি আমাদের সঙ্গে আলোচনা করতে রাজি কিনা৷' যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রনালয় সূত্রের খবর, আগামিকাল অর্থাত্ রোববার এই ধরনের কোনও বৈঠকের এখনও কোনও পরিকল্পনা নেই৷
সিএএ নিয়ে অমিত শাহের বাসভবনে মার্চ করে যাওয়ারও হুঁ'শি'য়ারি দিয়েছেন শাহিনবাগের আন্দো'লনকারীরা৷ এক আন্দো'লকারী সংবাদ সংস্থা এএনআইকে বলেন, 'অমিত শাহজী গোটা দেশকে সিএএ নিয়ে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন৷ তাই আমরা ওর সঙ্গে দেখা করতে যাব৷ আমাদের কোনও প্রতিনিধিদল নেই৷ সিএএ নিয়ে যার সন্দেহ রয়েছে, তিনিই যেতে পারেন৷'