আন্তর্জাতিক ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ি বলেছেন, তরুণদেরকে আধ্যা'ত্মিক শক্তিতেও বলিয়ান হতে হবে। তিনি আজ (শনিবার) ইরানের শোকগাথা বর্ণনাকারীদের এক সমাবেশে এ কথা বলেন।
সর্বোচ্চ নেতা আরও বলেন, ইরানি কমা'ন্ডার কাসেম সো’লাইমানি, ইরাকি কমা'ন্ডার আবু মাহদি আল মোহান্দেস ও তাদের সঙ্গীদের শেষ বিদায় ও জানাজা অনুষ্ঠান ইরানসহ বিভিন্ন দেশে বিশাল ঘটনায় রূপ নিয়েছে।
তিনি বলেন, শ’ত্রুদের বিভিন্ন থি'ঙ্কট্যা'ঙ্ক এবং গণমাধ্যম আমেরিকার মো'কা'বেলায় ইরানি জাতিকে নত হওয়ার জন্য উ'সকা'নি দিচ্ছে। কিন্তু আল্লাহর রহমতে এখন পর্যন্ত ইরানি জাতি তা মোকাবেলা করে এসেছে এবং ভবিষ্যতেও করবে। তবে এ জন্য সমাজে বিরতিহীনভাবে আধ্যা'ত্মিক শক্তি যোগাতে হবে।
ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেন, শহীদ’দের স্মরণে আয়োজিত শোকানুষ্ঠা'নে কা'ন্না করা দুর্ব'লতার নিদর্শন নয় বরং তা সম্মান, শক্তি ও সাহসিকতার প্রকাশ।
ইরানে শহীদ’দের স্মরণে আয়োজিত শোকানুষ্ঠানে সাধারণত একজন শোকগাথা বর্ণনা করেন এবং অন্যরা কান্না করেন। এসব শোকগাথায় শহী’দের নানা ত্যাগ-তিতিক্ষা এবং শহী’দ হওয়ার ঘটনার বর্ণনা থাকে।পার্সটুডে