আন্তর্জাতিক ডেস্ক : শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) পাকিস্তানের পার্লামেন্টে ভাষণ দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান। ওই ভাষণে এরদোগান বলেছেন, পাকিস্তানকে তিনি নিজের দেশের মতোই মনে করেন। তাই যে কোনো সংকটে তিনি পাকিস্তানসহ বিশ্বের সব মুসলিম দেশগুলোর পাশে থাকতে চান।
অতীতে তুরস্কের কানাকালেতে যে ধরনের হ'ত্যাকা'ণ্ড ও নি'র্যাত'নের ঘটনা ঘটেছিল এখন ঠিক তেমনটিই ঘটছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে। এর বিরুদ্ধে তুরস্ক সবসময় প্রতিবাদ করে যাবে।
এদিকে, তুর্কি প্রেসিডেন্টের এ ধরনের মন্তব্যে বেশ ক্ষু'ব্ধ হয়েছে ভারত। এ বিষয়ে শনিবার (১৫ ফেব্রুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার বলেছেন, জম্মু ও কাশ্মীর ভারতের অখণ্ড ও অবিচ্ছেদ্য অংশ। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে কোনো দেশ হস্তক্ষেপ করুক সেটা আমরা চাই না।
রবিশ কুমার আরও বলেন, আমরা তুর্কি নেতৃত্বকে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি আশা করছি, তারা প্রকৃত সত্য জানার চেষ্টা করবে। পাকিস্তান কাশ্মীরে স'ন্ত্রা'সবাদ বিস্তারের চেষ্টা করছে। আর এর বিরুদ্ধেই ল'ড়াই করছে ভারতীয় সেনারা।