সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০, ০২:৪২:৩৩

মৃত্যুর দেড় মাস পর দিনদুপুরে বাসায় হাজির বৃদ্ধ, অতঃপর...

মৃত্যুর দেড় মাস পর দিনদুপুরে বাসায় হাজির বৃদ্ধ, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক: দুপুরের খাওয়া সবে শেষ হয়েছে। বাসনকোসন রান্নাঘরে রেখে সদর দরজা ব'ন্ধ করতে এসেছিলেন গীতা। কিন্তু বাইরের ঘরে কে বসে? কাকা না? ভ'য়ে চিৎ'কার করে ওঠেন গীতা। তার চিৎ'কারে ঘা'বড়ে যান ভূষণ পাল।এরপর বলে উঠেন, ভাত দে ক্ষু'ধা পেয়েছে। শুনে গীতার হাত-পা ঠা'ন্ডা হওয়ার উপক্র'ম।

হাতে খু'ন্তি নিয়ে হা'উমা'উ করে কান্না জু'ড়ে দেন গীতা পাল। প্রতিবেশীরা ছু'টে আসেন। তাদেরও পা কাঁপছে দৃ'শ্য দেখে। মাসখানেক আগে যে লোকের শ্রা'দ্ধ হয়ে গেল, সেই লোকই জ্যা'ন্ত হাজির।শুক্রবার দুপুরে ভারতের নৈহাটির সাহেব কলোনি মোড় এলাকায় এমন কা'ণ্ড ঘটে।হ'ইচ'ই থামার পড় বোঝা গেল, যিনি বাড়ি ফিরেছেন, তিনি ভূ'ত নন। ভূষণ পাল (৭৪)। ক’দিন আগেই তার শ্রা'দ্ধানুষ্ঠান হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেল, ভূষণ থাকতেন ভাতিজি গীতা এবং ভাতিজা প্রদীপ পালের বাড়িতে। মানসি'কভাবে পু'রোপু'রি সু'স্থ নন বৃদ্ধ। মাঝেমধ্যেই বাড়ি থেকে বেরিয়ে দিন কয়েক পর ফিরে আসেন। মাকে নিয়ে ভূষণের ছেলে ভাস্কর থাকেন মেদিনীপুরে।

১০ নভেম্বর নৈহাটির বাড়ি থেকে বেরিয়েছিলেন ভূষণ। বেশ কয়েক দিন কে'টে গেলেও খোঁ'জ মেলেনি। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে থানায় নিখোঁ'জ ডায়েরি করে পরিবার।৭ জানুয়ারি পুলিশ খবর দেয়, অজ্ঞা'তপরিচয় এক বৃদ্ধের মৃ'ত্যু হয়েছে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে।প্রদীপ-ভাস্কররা দুদিন পর হাসপাতালের ম'র্গে গিয়ে দেখেন, শীর্ণকায় মৃ'তদে'হ। মুখ দেখে পরিচয় বো'ঝার উপায় নেই। শেষমেশ ডান পায়ের আঙুল দেখে লা'শ চিনতে পা'রা গেছে বলে দা'বি করেন তারা। একটি আঙুল অন্য আঙুলের উপরে খানিকটা ওঠা।সৎকারের পর নিয়মমাফিক শ্রা'দ্ধশান্তি হয়। তারপরেই শুক্রবার দুপুরের ঘট'না।

গীতা বলেন, ‘আমি দুপুরে রান্না করছিলাম। হঠাৎ জানলার সামনে দেখি, কাকা দাঁড়িয়ে। ভাত চাইল। দেখে আমার তো হাত-পা ঠা'ন্ডা হয়ে গিয়েছিল। পরে বুঝলাম ব্যাপারটা আসলে কী!’প্রতিবেশী সুমিত দাস বলেন, ‘ক’দিন আগে যার শ্রা'দ্ধ খেয়ে এলাম, সেই লোকটাই সশ'রীরে হাজির, এমন ঘটনা ভাবতেই পারছি না।’

এদিকে ভূষণ পাল আছেন নিজের খেয়ালেই। এত দিন কোথায় ছিলেন প্রশ্ন শুনে খানিক ফ্যা'লফ্যা'ল করে তাকিয়ে থাকলেন।তারপরে বললেন, ‘এই একটু ঘু'রতেগিয়েছিলাম।’আপনার শ্রা'দ্ধ হয়ে গেছে জানেন কী না জিজ্ঞেস করতেই বলে উঠলেন, ‘তাই নাকি, কই আমাকে তো নিমন্ত্রণ করেনি!’ সূত্র: কলকাতা২৪

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে