আন্তর্জাতিক ডেস্ক: ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই সফরের আগে এক ভিডিও বার্তায় ভারতে ভ'য়া'বহ হা'মলা'র হু'মকি দিয়েছে নি'ষিদ্ধ জ'ঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদ। একটি ভি'ডিওতে তারা এই হা'ম'লার হু'মকি দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর চলতি সফরেই কাশ্মীর নিয়ে যাতে হ'স্তক্ষেপ করতে বাধ্য হন সে কারণে ভি'ডিওতে হু'মকি দেওয়া হয়েছে।
ওই ভি'ডিওতে ভারত সরকারকে হু'মকি দিয়ে মুখ ঢাকা একজনকে বলতে শোনা গেছে, মুসলমানদের হ'ত্যাকা'রীদের ক্ষমা করা হবে না। যেভাবে তোমরা হিন্দুস্তানে মুসলিমদের হে'নস্তা করেছ এবং তাদের ভাবনাকে ধ্বং'স করেছ, তার ব'দলা নেওয়া হবে। শান্তির অনেক ঘুমপাড়ানি গান শুনেছি আমরা। এখন আর কোনও অজুহাত শোনার সময় নেই। এখন সময় এসেছে সংযমের রাশ আলগা করার। মুসলিমদের ক্ষমতা কতটা সেটা তোমাদের বুঝিয়ে দেওয়া হবে।
বিভিন্ন সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে ভারতীয় গোয়েন্দা ও কূটনীতিকদের ব্যাখ্যা হলো-ভি'ডিওটি এবং তাতে বলা কথাতে উর্দুতে আফগানি টান রয়েছে।
পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই-এর পরিকল্পনা অনুযায়ী ভি'ডিওটি পোস্ট করেছে জইশ। ট্রাম্পের ভারত সফরের ঠিক আগেই এটা করা হয়েছে যাতে কাশ্মীরে নিয়ে ট্রাম্প ও আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করা যায়। ভি'ডিওতে হু'মকি দেওয়া হয়েছে, যাতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর চলতি সফরেই কাশ্মীর নিয়ে হস্তক্ষেপ করতে বাধ্য হন।
ভি'ডিওতে দাবি করা হয়েছে, সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের পর কাশ্মীরিরা শোষিত, নজরবন্দি, অ'ত্যাচারিত। তাই তারা ক্ষি'প্ত হয়ে হাম'লা চা'লাচ্ছে। জবাবে তাদের উপর পাল্টাঅত্যা'চার করছে ভারতের সেনা ও পুলিশ। কাশ্মীর বিভাজনের উপযুক্ত জবাব ভারতকে দেওয়া হবে। ভারত সরকার কাশ্মীরিদের খু'নি। তারা মুসলমানদেরও খু'নি। তাদের ক্ষমা করা হবে না।
মার্কিন প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রী তথা মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প আগামী ২৪ ফেব্রুয়ারি দুদিনে'র ভারত সফরে আসছেন।