পরমাণু বিস্ফোরণ ঘটানোর ক্ষমতা রাখেন তিনি
অান্তর্জাতিক ডেস্ক : প্রিন্স চার্লসের আইনি ক্ষমতার বিস্তার কতটা? এই প্রশ্নের উত্তর জানতে শুরু হয়েছিল গবেষণা৷ ওই গবেষণায় উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য৷ জানা গিয়েছে, পারমাণবিক বিস্ফোরণ ঘটানোর ক্ষমতা রয়েছে যুবরাজ চার্লসের৷ এমনকী এর জন্য তাঁর বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ নেওয়া হবে না৷ তাঁর আইনি রক্ষাকবচ রয়েছে।
প্লাইমাউথ বিশ্ববিদ্যালয়ের গবেষক জন কির্কহোপ সম্প্রতি ব্রিটেনের সংবিধান এবং পুরনো সরকারি নথি ঘেঁটে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করেন৷ এর পর তথ্য জানার অধিকার আইন প্রয়োগ করে তা প্রকাশ করেন৷ তিনি আরও জানান, অন্যান্য জমির মালিকদের তুলনায় যুবরাজ চার্লস আরও অনেক স্বাধীনতা ভোগ করেন৷
জন কির্কহোপ জানান, ডাচিকে ফৌজদারি মামলায় জড়ানো যাবে না বল আইনের বিধি রয়েছে৷ যেমন ডেটা প্রোটেকশন অ্যাক্ট ১৯৯৮, মেরিন অ্যান্ড কোস্টাল অ্যাক্সেস অ্যাক্ট ২০০৯, ওয়াটার ইন্ডাস্ট্রি অ্যাক্ট ১৯৯১, ওয়াইল্ড লাইফ অ্যান্ড কান্ট্রিসাইড অ্যাক্ট ১৯৮১, নিউক্লিয়ার এক্সপ্লোজান্স অ্যক্ট ১৯৯৮, ট্রান্সপোর্ট অ্যাক্ট ২০০০, লাইসেন্সিং অ্যাক্ট ২০০৩ প্রভৃতি৷ সূত্র: কলকাতা
২৭ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস
�