সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২০, ০৬:৩৬:১২

'শিক্ষা ও অর্থ মানুষকে উদ্ধত করে তুলছে, এর ফলে পরিবার ভাঙছে'

'শিক্ষা ও অর্থ মানুষকে উদ্ধত করে তুলছে, এর ফলে পরিবার ভাঙছে'

আন্তর্জাতিক ডেস্ক : দলের নেতাকর্মীদের উদ্দেশে দেয়া বক্তৃতায় ভারতের হিন্দুত্ববাদী সংগঠন আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছেন, বর্তমানে ডিভোর্সের সংখ্যা অনেক বেড়ে গেছে। সামান্য বিষয় নিয়ে মানুষ বিবাদে জড়াচ্ছে। শিক্ষিত ও বিত্তশালী পরিবারে ডিভোর্স বেশি হচ্ছে, কারণ শিক্ষা ও অর্থ মানুষকে উদ্ধত করে তুলে। এর ফলেই পরিবার ভা'ঙছে।

রবিবার দেয়া ওই বক্তৃতায় মোহন ভাগবত আরও বলেন, পরিবারে ডিভোর্স বেড়ে যাওয়ায় সমাজও ভেঙে পড়ছে কারণ, সমাজও বড় একটা পরিবার ভাঙছে মানে সমাজও ভাঙছে। ভারতে হিন্দু পরিবারের কোনো বিকল্প নেই এবং সব হিন্দুদের পরিবারের মতো মিলেমিশে থাকতেও আহ্বান জানান ভারতের ওই নেতা। 

মোহন ভাগবতের ওই মন্তব্যের পর বলিউড অভিনেত্রী সোনম কাপুর টুইটারে লিখেছেন, 'ভাগবতের ওই মন্তব্য অত্যন্ত বি'দ্বে'ষপূর্ণ।' তিনি কোনওরকম রাখঢাক না-করে ট্যুইটে লিখেছেন, 'কোন পাগল লোক এই কথা বলেছে? পশ্চা'দগামী বো'কা বিবৃতি।' 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে