আন্তর্জাতিক ডেস্ক: পূজা দিয়ে মোটরবাইকে চড়ে বাড়ি ফিরছিলেন চঞ্চল ধীবর (২৪)। ফেসবুকে লা'ইভ স্ট্রি'মিং করে বাইকে কেরামতি দেখাতে গিয়ে অ'কালে প্রাণ গেল তার। নেটিজেনদের লাইক সংগ্রহ করাই লক্ষ্য ছিল চঞ্চলের। হঠাৎ নিয়'ন্ত্রণ হা'রিয়ে পড়ে যান, ফলে মা'রাত্ম'কভাবে মাথায় আ'ঘা'ত লাগে তার। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও প্রা'ণে বাঁ'চানো যায়নি।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পশ্চিম বর্ধমান জেলায় এ দু'র্ঘট'না ঘটেছে। গত শনিবার বিকেলে দক্ষিণখণ্ড কালীবাড়িতে পূজা দিয়ে মোটরবাইকে চড়ে বাড়ি ফিরছিলেন চঞ্চল। বাড়ি ফেরার সময়েই ফেসবুকে লা'ইভে ছিলেন তিনি। চলন্ত মোটরবাইকে যখন কেরামতি দেখাচ্ছিলেন, তখনই নিয়ন্ত্রণ হারায় তার বাইক।
পরিবারের এক সদস্য বলেন, বাইক চালানোর সময় চঞ্চল ফেসবুকে লা'ইভে ছিল। সেই সময়েই বাইক নিয়ে পড়ে গেলে মাথায় প্রচণ্ড আ'ঘা'ত পেয়েছিল ও, তার ফলে আর প্রাণে বাঁচানো সম্ভব হয়নি।