মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২০, ০৪:১৪:২৫

বাবাকে ফোন করে ছেলে জানালেন 'টাকা না দেয়ায় আমি মাকে মেরে ফেলেছি'

বাবাকে ফোন করে ছেলে জানালেন 'টাকা না দেয়ায় আমি মাকে মেরে ফেলেছি'

আন্তর্জাতিক ডেস্ক : টাকা না দেয়ায় নিজের মাকে খু'ন করেছে এক যুবক। অ'ভিযু'ক্ত ছেলের নাম রাকেশ দত্ত। নি'হ'তের নাম মৌমিতা দত্ত। অ'ভিযু'ক্ত রাকেশ নিজেই তার বাবাকে ফোন করে বলে যে, 'টাকা না দেয়ায় আমি মাকে মে'রে ফেলেছি'। এই ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের খাস কলকাতায়।

জিনিউজের প্রতিবেদন বলছে, মানুষের বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন মৌমিতা দত্ত। টাকাপয়সা নিয়ে ছেলের সঙ্গে নিত্য ঝা'মে'লা লেগে থাকত। প্রতিবেশীরা জানিয়েছেন, সব সময় মায়ের টাকা দাবি করতেন অ'ভিযু'ক্ত রাকেশ। গৃহকর্মীর কাজ করে সামান্য আয়ে ছেলের সব দাবিদাওয়া পূরণ করতে পারতেন না মা।

নি'হ'তের এক আত্মীয় জানান, টাকাপয়সা নিয়ে মা মৌমিতা দত্তের সঙ্গে ঝা'মে'লা বা'ধে ছেলে রাকেশের। হঠাৎ মায়ের বুকে ঘুসি মা'রে সে। সঙ্গে সঙ্গেই ঘট'নাস্থ'লে মৃ'ত্যু হয় মৌমিতা দত্তের। এরপরই অ'ভিযু'ক্ত রাকেশ নিজেই তার বাবাকে ফোন করে বলে যে, 'আমি মাকে মে'রে ফেলেছি।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে