মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২০, ০৪:৪৩:০৮

যে গাড়িতে ট্রাম্প ভারতে এসে ঘুরবেন, এই গাড়ির বৈশিষ্ট্যসমূহ ও দাম শুনলে চমকে যাবেন!

যে গাড়িতে ট্রাম্প ভারতে এসে ঘুরবেন, এই গাড়ির বৈশিষ্ট্যসমূহ ও দাম শুনলে চমকে যাবেন!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে আসছেন ডোনাল্ড ট্রাম্প। তার সফর নিয়ে নিরা'পত্তা ব্যবস্থা সর্বোচ্চ। কিন্ত জানেন কি, যে গাড়িতে করে ট্রাম্প সফর করবেন সেই লিমুজিন গাড়িটিতে রয়েছে নানা নিরা'পত্তা ব্যবস্থা। দেখে নিন ট্রাম্পের সেই গাড়ির অবাক করা সব তথ্য।

ট্রাম্পের গাড়িটির নাম 'দ্য বিস্ট'। মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প যখনই বিদেশ ভ্রমণ করেছেন, তার বিশেষ লিমুজিন গাড়ি কমপক্ষে অনেকগু'লি গাড়ির একটি কনভয়তে চলে। এই গাড়িটি প্রেসিডেন্টের প্রয়োজনীয়তা পূরণের জন্য ডিজাইন করা হয়েছে। এই গাড়িটি বি'স্ফো'রণ রো'ধী, রাসা'য়নিক আ'ক্র'মণ আট'কাতে পারে। এককথায় সুর'ক্ষার জন্য নি'খুঁ'ত।

ড্রাইভারের আসনে একটি উচ্চমানের ক'ন্ট্রো'ল সিস্টেম রয়েছে। গাড়িতে রয়েছে জিপিএস। ড্রাইভার নিজেই একজন কমা'ন্ডো, তাকে বিশেষ ভাবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে যাতে তিনি যেকোনও পরি'স্থিতিতে গাড়ি চালাতে পারেন। গাড়িটির পিছনে অনেকটা জায়গা রয়েছে। তিনি সেখানে ৬ বা ৭ জনের সঙ্গে বসতে পারেন। তবে প্রতিটি আসনটি কাচের চেম্বারে আলাদা করা যায়।

প্রেসিডেন্ট চেম্বারগুলিতে গ্লাস আপ বাটন ব্যবহার করতে পারেন। ট্রাম্পের গাড়িটির কাঁচ বিশেষ প্রযুক্তিতে তৈরি। একটি নয়, সেই কাঁচের জানলায় রয়েছে মোট পাঁচটি স্তর। ফলে সেটি বুলেট প্রুফ। একবারে সেই কাঁচ অনেক ভারি অ'স্ত্র দিয়েও ভে'দ করা প্রায় অসম্ভব। প্রেসিডেন্ট যে আসনে বসেন, সেখানে একটি স্যাটেলাইট ফোন রয়েছে। যার সাহায্যে পেন্টা'গন এবং ভাইস-প্রেসিডেন্টের সঙ্গে সরাসরি যখন খুশি কথা বলতে পারবেন তিনি।

গাড়িতে রয়েছে একটি প্যা'নিক বোতাম ও একটি অ'ক্সিজে'ন সরবরাহ বোতামও। এই গাড়ির দাম $১.৫ মিলিয়ন, যার অর্থ বাংলাদেশি মুদ্রা অনুসারে প্রায় ১২ কোটি টাকা। কিন্তু এই গাড়ির সমস্ত বৈশিষ্ট্য কোথাও উল্লেখ করা হয়নি। কারণ, নিরা'পত্তা। মার্কিন প্রেসিডেন্টের অফিসিয়াল গাড়ি হিসেবে এটিকে বেছে নেওয়া হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে