আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে মার্কিন সাম'রিক ঘাঁ'টি আইন-আল আসাদে ইরানের লা'গাতার ক্ষে'পণা'স্ত্র হা'ম'লায় বিশ্বব্যাপী আমেরিকার সমী'করণ এলো'মেলো হয়ে গেছে। ইরাকি নিউজ চ্যানেল আল-মায়াদিনকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের ইসলামি বি'প্ল'বী গা'র্ড বাহিনী প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি ওই দাবি করেন।
তিনি বলেন, এই অভি'যান ইরানের চূ'ড়া'ন্ত কোনো কৌ'শলগ'ত জবা'ব ছিল না, বরং এই ক্ষে'পণা'স্ত্র হা'মলা ছিল মার্কিন অ'পরা'ধয'জ্ঞের জ'বাবে প্রতি'ক্রিয়ার সূচনামাত্র। সাক্ষাৎকারে জেনারেল সালামি আরও বলেন, আমেরিকা কোনো দেশে হা'মলা করলে পা'ল্টা হা'ম'লার কথা চিন্তাও করতো না। কিন্তু ইরানের জ'বাবে ওয়াশিংটন এখন তাদের হিসাব-নিকা'শের সমী'করণ পুন'র্বিবে'চনা করতে বা'ধ্য হচ্ছে।
গত ৩ জানুয়ারি আইআরজিসি'র কুদস ব্রিগে'ডের কমা'ন্ডার জেনারেল কাসেম সোলাইমানি ইরাক সরকারের আমন্ত্রণে বাগদাদের একটি বিমানবন্দরে পৌঁছালে মার্কিন ড্রো'ন হা'ম'লায় মা'রা যান। ইরাকের স'শ'স্ত্র সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবি'র সেকেন্ড-ইন-কমা'ন্ড আবু মাহাদি আল মুহান্দিসসহ আরও ৮ জন ওই স'ন্ত্রা'সী হা'ম'লায় মা'রা যান।
জ'বাবে ইরাকের আনবার প্রদেশের মার্কিন ঘাঁ'টি আইন-আল-আসাদে ইরান ১০টিরও বেশি ক্ষে'পণা'স্ত্র নি'ক্ষে'প করে। ইরানের ওই পা'ল্টা হা'ম'লায় মার্কিন ঘাঁ'টি ত'ছন'ছ হয়ে যায়। জেনারেল সালামি বলেন, ইরান মাত্র একটি সুনির্দিষ্ট পয়েন্টে হা'ম'লা চালিয়েছে, অথচ ওই হা'মলার প্র'ভা'ব পড়েছে বিশ্বব্যাপী। ইরানের পক্ষ থেকে মার্কিন অ'পরা'ধয'জ্ঞের কৌশলগত জবা'ব সেদিন শেষ হবে যেদিন সর্বশেষ মার্কিন সেনা সদস্যটি পশ্চিম এশিয়া ছে'ড়ে যাবে।
ইসরাইলের প্রতি হু'শিয়া'রি উচ্চা'রণ করে জেনারেল সালামি বলেন, ইহু'দিবা'দী ইসরাইল অধি'কৃত প্রতিটি পয়ে'ন্ট ইরানের ক্ষে'পণা'স্ত্রের আওতায় রয়েছে। ইরানের স'শ'স্ত্র বাহিনীর কাছে ইসরাইল আমেরিকার তুলনায় ন'গ'ণ্য এবং অনেক বেশি অ'ক্ষ'ম বলে মন্তব্য করেন জেনারেল সালামি। সূত্র : পার্সটুডে।