রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫, ০২:১৭:০৩

মুসলিমদের পক্ষে লেখায় ফরাসি সাংবাদিককে চীন ছাড়ার নির্দেশ

মুসলিমদের পক্ষে লেখায় ফরাসি সাংবাদিককে চীন ছাড়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক : সংখ্যালঘু মুসলিমদের পক্ষে লিখতে গিয়ে চীনে বিপাকে পড়েছেন এক ফরাসি সাংবাদিক। তার ভিসা আর নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে বেইজিং। ফলে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যেই তাকে চীন ছাড়তে হবে উরসুলা গথিয়ের। জিনজিয়াং প্রদেশের মুসলিমদের ওপর সরকারের দমনপীড়ন নিয়ে লেখার পর তাকে প্রাণনাশের হুমকিও দেয়া হয়েছে। চীনে ল’বস নামের একটি ফরাসি সাপ্তাহিকের হয়ে কাজ করেন ফরাসি সাংবাদিক উরসুলা গথিয়ের। তিনি সাপ্তাহিক ম্যাগজিনটির বেইজিং প্রতিনিধি। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে উরসুলা গথিয়ের-এর ভিসা নবায়ন না করার সিদ্ধান্তের কথা জানানো হয়। ল’বস ম্যাগাজিনের পক্ষ থেকেও চীন সরকারের এ সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এদিকে ল’বস ম্যাগাজিনে প্রকাশিত উরসুলা গথিয়ের-এর ওই লেখার কঠোর সমালোচনা করেছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো। এমনকি ওই লেখার জন্য প্রাণনাশের হুমকি পাওয়ার কথাও জানিয়েছেন উরসুলা। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ওই প্রতিবেদনটি সরিয়ে নিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে উরসুলা গথিয়ের-এর প্রতি আহ্বান জানানো হয়েছে। এদিকে ল’বস ম্যাগাজিনের সম্পাদকীয়তে বলা হয়েছে, ফ্রান্স ও চীন যখন তাদের অর্থনৈতিক, সাংস্কৃতি ও কূটনৈতিক সম্পর্ক মজবুত করছে তখন এ ধরনের সিদ্ধান্ত একটি বড় ঘটনা। সূত্র: দ্য গার্ডিয়ান ২৭ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে