বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০, ১২:০৮:৫২

যেকোনো মুহুর্তে ভারত-পাকিস্তান যু'দ্ধ, হু'মকির মুখে ১২ কোটি মানুষের জীবন!

যেকোনো মুহুর্তে ভারত-পাকিস্তান যু'দ্ধ, হু'মকির মুখে ১২ কোটি মানুষের জীবন!

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরে একটি জ'ঙ্গি হা'ম'লা থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যের উত্তে'জনা এতটাই বাড়তে পারে যে এই দুই পারমাণবিক শ'ক্তিধর দেশ পুরোপুরি সামরিক সং'ঘা'তের পথেও যোতে পারে। আর ভারত ও পাকিস্তানের মধ্যে সেই পারমাণবিক যু'দ্ধের ফলে ২০২৫ সালে ৫০-১২৫ মিলিয়ন বা ৫ থেকে ১২.৫ কোটি মানুষের মৃ'ত্যু হতে পারে। 

এমনটাই দাবি করা হয়েছে মিউনিখ সিকিউরিটি রিপোর্ট ২০২০ সালে। এই রিপোর্টে বলা হয়েছে, ২০১৯ সালে এই অঞ্চলে সক্রিয় প্রধান দুই শক্তি- ভারত ও পাকিস্তানের মধ্যে দ্বন্দ্ব এবং প্রতিদ্ব'ন্দ্বি'তা ক্র'ম'শঃ বেড়েছে। তাতে যুক্ত হয়েছে চীন-ও। ভারত এখন স্থল, জল ও বায়ু- তিন দিক ক্ষেত্রেই পরমাণু অ'স্ত্রে স'ম্বৃ'দ্ধ। পাকিস্তানও সেই পথেই এগোচ্ছে। 

এতে করে আঞ্চলিক স্থি'তিশিলতা ন'ষ্ট হওয়ার ঝুঁ'কি ক্র'মে বাড়ছে। পুলওয়ামার হা'মলার কথা উল্লেখ করে বলা হয়েছে এই রকম হা'মলা ফের ঘটলে, ভারত-পাকিস্তানের মধ্যে উত্তে'জনা বাড়তে বাড়তে সরাসরি সাম'রিক লড়া'ইয়ের দিকে গড়াতে পারে। ভারত ও পাকিস্তানের মধ্যে পারমানবিক যু'দ্ধ হলে কতটা ক্ষ'তি হতে পারে তারও একটা ধারণা দেওয়া হয়েছে এই রিপোর্টে।

মিউনিখ সিকি'উরিটি রিপোর্টের অনুমান ভারত ও পাকিস্তানের অ'স্ত্রা'গারে যথাক্রমে ১০০ ও ১৫০টি কৌশলগত পারমাণবিক অ'স্ত্র রয়েছে। এই সবকটি যদি ব্যবহার করা হয়, তবে ১৫ থেকে ১০০ কিলোটন তে'জ'ষ্ক্রি'য় পদার্থের বি'স্ফো'রণ ঘটবে। এর ফলে ১৬ থেকে ৩৬ মিলিয়ন টন কালো কার্বন ধোঁয়া নি'র্গ'ত হবে। তাতে ভূপৃষ্ঠের সূর্যালোক ২০-৩৫ শতাংশ হ্রা'স পেতে পারে। সেই ক্ষেত্রে জমির উত্‍পাদনশীলতা ১৫-৩০ শতাংশ এবং মহাসাগরের উত্‍পাদনশীলতা ৫-১৫ শতাংশ হ্রা'স পাবে। আর ৫ থেকে ১২.৫ কোটি মানুষের তা'ত্‍ক্ষ'ণাত্‍ মৃ'ত্যু ঘটবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে